বাংলা টেলিভিশনে (Bengali Television) প্রবীণ অভিনেত্রীদের ভূমিকা নিয়ে সম্প্রতি নানান আলোচনা চলছে। বহু বর্ষীয়ান শিল্পী (Veteran Actress) একে একে ছোট পর্দা থেকে সরে আসছেন। কখনও ক্লান্তি, কখনও বা মন ভরছে না বলে জানান তাঁরা। অনামিকা সাহা (Anamika Saha), রত্না ঘোষাল বা লিলি চক্রবর্তীর (Lily Chakravarty) মতো নামী মুখরা সম্প্রতি জানিয়েছেন, টেলিভিশনের ধারাবাহিক গল্পগুলোর গভীরতা কিংবা মান নিয়ে তাঁদের আপত্তি রয়েছে। গল্প যেভাবে শুরু হয়, সময়ের সঙ্গে সঙ্গে তার ধার কিংবা যুক্তির সুর আর থাকে না বলেই মত তাঁদের।
এই অবস্থায় ব্যতিক্রম হিসেবে উঠে এসেছেন আর এক অভিজ্ঞ অভিনেত্রী ‘সাবিত্রী চট্টোপাধ্যায়’ (Sabitri Chatterjee)। যাঁরা সময়ের ভারে ক্লান্ত হয়ে থেমে যেতে চাইছেন, সাবিত্রীর বক্তব্য যেন তাঁদের ঠিক উল্টো। বর্তমানে তিনি কাজ করছেন ‘চিরসখা’ (Chiroshokha) ধারাবাহিকে, যেখানে তাঁকে এক গুরুত্বপূর্ণ পারিবারিক চরিত্রে দেখা যাচ্ছে। পর্দায় নিয়মিত উপস্থিতির মাধ্যমে নিজের অস্তিত্বের জানান দিতে চান তিনি। বয়স যতই হোক, পরিশ্রম যতই কঠিন হোক, শিল্পী হিসাবে নিজেকে সরিয়ে নেওয়ার কোনও মানে তিনি খুঁজে পান না।
সাবিত্রীর মতে, অভিনয় মানেই শুধু আরাম নয়, দায়িত্বও বটে। কখন যে সকাল সাতটায় কল টাইম, আবার কখন মধ্যরাতে ঘুম ভেঙে স্ক্রিপ্ট পড়া, এই সবই শুটিংয়ের অঙ্গ। তাঁর স্পষ্ট বক্তব্য, “ভাল না লাগলেও কাজ করতে হয়। যদি সব ছেড়ে দিই, তাহলে মানুষ জানবেই বা কী করে যে আমি এখনও আছি না নেই!” বয়সের সঙ্গে শরীরের ক্লান্তি বাড়ে ঠিকই, কিন্তু মন চাঙ্গা রাখতে শুটিংয়ের মতো ব্যস্ততা অনেক বেশি জরুরি বলেই বিশ্বাস করেন তিনি।
অন্যদিকে, লিলি চক্রবর্তীর মত একেবারেই ভিন্ন। ছোট পর্দার গল্পবলার ধারা এবং গুণগত মান নিয়ে অসন্তুষ্ট তিনি। অভিনেত্রীর দাবি, এক একটা গল্প একভাবে শুরু হলেও তার কোনও ধারাবাহিকতা থাকে না। বরং একঘেয়েমি তৈরি হয়, যা দর্শক তো বটেই, অভিনেতাদের কাছেও বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। ভাল চরিত্র এলে কাজ করবেন, এমন ইচ্ছা থাকলেও বর্তমানে নিজেকে এই জগৎ থেকে দূরে রেখেছেন তিনি।
আরও পড়ুনঃ লজ্জার মাথা খেয়ে মনের কথা সকলের সামনে বলল কমলিনী! লড়াইয়ের ময়দানে একাই বিবাহ বিচ্ছেদের জন্য লড়ছে সে! বাড়ির বউয়ের এমন ব্যবহার মেনে নেবে কি মুখার্জি পরিবার? এই পরিস্থিতির জন্য কী সিদ্ধান্ত নেবে স্বতন্ত্র?
যদিও লিলি, রত্না বা অনামিকার মতো অভিনেত্রীরা আপাতত ছোট পর্দা থেকে বিরতিতে, তাঁদের অভিনয়ের খিদে এখনও শেষ হয়নি। পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের আগামী ছবি ‘আজও অর্ধাঙ্গিনী’তে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে লিলিকে। তবে পর্দায় বেঁচে থাকার লড়াইয়ে যে সাবিত্রী চট্টোপাধ্যায়ের মতো অভিনেত্রীরাই এখনও অটুট, সে কথা স্বীকার করতে হয়। ছোট পর্দা হোক বা বড়, শিল্পীর দায়বদ্ধতাকে প্রাধান্য দেওয়ার যে সাহস তিনি এই বয়সে দেখাচ্ছেন, তা নিঃসন্দেহে অনুপ্রেরণার।
Disclaimer: এই প্রতিবেদনে ব্যবহৃত মতামত, মন্তব্য বা বক্তব্যসমূহ সামাজিক মাধ্যমে বিভিন্ন ব্যবহারকারীর ব্যক্তিগত অভিব্যক্তি মাত্র। এটি আমাদের পোর্টালের মতামত বা অবস্থান নয়। কারও অনুভূতিতে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়, এবং এতে প্রকাশিত মতামতের জন্য আমরা কোনো প্রকার দায়ভার গ্রহণ করি না।






‘লক্ষ্মীর ভাণ্ডারের টাকায় সংসার চলে, আবার দাদাদের বাইকও চলে…স্ত্রীরা স্বাবলম্বী হচ্ছে আর স্বামীরাও তেল ভরার টাকা পাচ্ছে!’ সায়নীর মন্তব্য ঘিরে বিতর্ক, ভিডিও ভাইরাল হতেই তীব্র প্রতিক্রিয়া নেটপাড়ায়!