আই লাভ ইউ! মা শুভশ্রীকে আধো আধো গলায় বলল ইউভান, ভাইরাল মিষ্টি ভিডিও

কথায় বলে ছেলেরা মায়ের আদুরে হয় একটু বেশি। এবার সেই প্রমাণ মিলল অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলীর ভিডিও থেকে। রাজ এবং শুভশ্রীর একরত্তি ছেলে ইউভান চোখের সামনে দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে।

যত বড় হচ্ছে তার কিউটনেসে মুগ্ধ হয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা। এটুকু বয়স এই শিশুটি যা যা কান্ড ঘটায় তা দেখে রীতিমত অবাক হয়ে যায় নেট দুনিয়া। ভিডিওগুলি শেয়ার করা মাত্রই মুহুর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়।

এবার ভাইরাল হল মায়ের জন্য ইউভানের একটি বার্তা। মাকে সে ভালোবাসে এটাই বলতে চেয়েছে। বেশ হেসে হেসে মাকে জড়িয়ে ধরে আই লাভ ইউ বলছে সে। আধো আধো ভাষায় সেই উচ্চারণে ফ্যান না হয়ে উপায় নেই। আবার বাংলা নববর্ষ সবাইকে শুভ নববর্ষও বলার চেষ্টা করেছে সে। এই ভিডিওটি তার মা শুভশ্রী নিজেই শেয়ার করেছেন। দুজন মিলে গাড়িতে করে কোথাও একটা যাচ্ছিল। নায়িকার কোলে বসে আদর খেতে খেতে সে দুষ্টুমি করতে ব্যস্ত।

সেই সময়েই হুট করে মাকে আই লাভ ইউ বলে ফেলে। আর তাতেই চমকে যান শুভশ্রী নিজেই। তবে পুরোটা সে বলতে পারেনি। মা আই বলেই লজ্জায় হাসি হাসি মুখে করে মাকে জড়িয়ে ধরে। তবে সন্তানের সেই ভাষা বুঝে গিয়েছেন মা।

ভিডিও শেয়ার করলেন নায়িকা। ভিডিও শেয়ার করার সঙ্গে সঙ্গে ক্যাপশনে আবার লিখলেন মা তোমাকে সবথেকে বেশি ভালোবাসে জান। ভিডিওটি দেখলে সকলে ছোট্ট ইউভানকে ভালোবাসায় ভরিয়ে দেন।

You cannot copy content of this page