তাকে বড় পর্দায় দেখে প্রথম ঝলকে বোঝার সাধ্য ছিলনা কারর। হুবহু এক। কথা বলছি অনীক দত্তের সিনেমায় সত্যজিৎ রায় (Satyajit Ray) রূপী অভিনেতা জিতু কমলের লুক দেখে স্তম্ভিত হননি এমন মানুষ মেলা ভারই বটে। বাংলা সিনেমার মহীরুহ সত্যজিৎ রায়। আর পর্দার পিছনে থাকা সেই মানুষটাকেই পর্দার সামনে নিয়ে এসেছিলেন পরিচালক অনীক দত্ত। এই চরিত্রে অভিনয় করে কামাল করে দেন টেলিভিশনের জনপ্রিয় মুখ জিতু কমল (Jeetu)।
‘অপরাজিত’তে সত্যজিৎ রায় রূপে ধরা দেন জিতু। আর তাঁর লুক দেখে বাকরুদ্ধ হয়ে পড়ে বাঙালি। কারণ প্রথম দর্শনে সত্যজিৎ রায়ের মুখের সঙ্গে জিতু কমালের মুখের সেই অর্থে কোনও পার্থক্যই চোখে পড়ে নি কারর। চাহনি থেকে ব্যক্তিত্ব সবকিছুতেই যেন বড্ড মিল। প্রসঙ্গত এই সিনেমায় ‘পথের পাঁচালী’র নেপথ্য কাহিনী তুলে ধরা হয়েছিল। এখানে সত্যজিৎ রায় ওরফে ‘অপরাজিত রায়’ চরিত্রে অভিনয় করেন জিতু কমল। এরপর ধারাবাহিক ছেড়ে সম্পূর্ণভাবে সিনেমাতেই মনোনিবেশ করেন তিনি।
এরই মাঝে ক্ষতিগ্রস্ত হয়েছে অভিনেতার ব্যক্তিগত জীবন। ভেঙেছে নবনীতার সঙ্গে প্রেম, দাম্পত্য। আলাদা হয়েছে পথচলা। আর এর মাঝে খবর, ফের নাকি ছোটপর্দায় ফিরতে চলেছেন অভিনেতা জিতু কমল। প্রাপ্ত খবর অনুযায়ী জি বাংলা প্রোডাকশনের আসন্ন ধারাবাহিকে অভিনয়ের প্রস্তাব গিয়েছে তাঁর কাছে। এক অসমবয়সী প্রেমের গল্পে দেখা যেতে পারে এই ধারাবাহিকে। যদিও কোন চরিত্রের জন্য অফার করা হয়েছে নায়ককে তা জানা যায়নি। এই বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত জানাননি অভিনেতাও।
আরও পড়ুন: মেরুদন্ডহীন পুরুষ একটা! রাইকে ছেড়ে ফের কোয়েলের ঘনি’ষ্ঠ অনির্বাণ! ক্ষি’প্ত দর্শকরা
জিতু ছোট পর্দায় অভিনয় না করলেও ছোট পর্দায় একের পর এক কাজ করে চলেছেন তার প্রাক্তন স্ত্রী নবনীতা দাস। যদিও এই মুহূর্তে সিনেমাকেই ধারাবাহিকের থেকে বেশি গুরুত্ব দিয়েছিলেন অভিনেতা। কিন্তু তিনি এই নতুন ধারাবাহিকের প্রস্তাব নেবেন কিনা, তাকে আবার ধারাবাহিকের পর্দায় দেখা যাবে কিনা সেই বিষয়ে এখনও তেমন কিছু জানা যায়নি।