মায়ের বিরুদ্ধে গিয়ে ডিভোর্সী, বয়সে বড় প্রেমিক দীপঙ্করের সঙ্গে লিভ-ইন, এক বছর আগেই সেরেছেন বিয়ে, খবর প্রকাশ্যে এনে বিরাট চমক ছোটপর্দার নায়িকার!

বর্তমান প্রজন্মের কাছে সম্পর্কের ধরন নিয়ে আগের তুলনায় অনেক বেশি খোলামেলা দৃষ্টিভঙ্গি তৈরি হয়েছে। বিয়ের আগে একে অপরকে জানার জন্য এবং বন্ধনকে আরও দৃঢ় করার উদ্দেশ্যে অনেকেই লিভ-ইন সম্পর্ক বেছে নিচ্ছেন। এই জীবনধারা আধুনিক সমাজে ধীরে ধীরে জায়গা করে নিয়েছে। এমনকী, অনেক ক্ষেত্রে লিভ-ইন থেকেও বিয়েতে রূপান্তরিত হচ্ছে সম্পর্ক, যা পরস্পরের প্রতি বিশ্বাস এবং সমঝোতার প্রতীক হয়ে দাঁড়িয়েছে।

টলিউড (Tollywood) ইন্ডাস্ট্রির (industry) তারকারাও এই ধারা থেকে বাদ যাননি। অনেকেই ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা থাকলেও, অনেকে আবার সম্পর্কের গোপনীয়তা বজায় রাখতে পছন্দ করেন। একাধিক জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীর ক্ষেত্রে দেখা গিয়েছে, লিভ-ইন সম্পর্ক থেকে বিয়ে পর্যন্ত যাওয়ার গল্প। ব্যক্তিগত এবং পেশাদার জীবনের ভারসাম্য বজায় রাখতে তারকারা এমন সিদ্ধান্ত নিচ্ছেন, যা ইন্ডাস্ট্রির সাধারণ চর্চার অংশ হয়ে উঠেছে।

ছোটপর্দায় ‘অনুরাগের ছোঁয়া’-তে মিশকার চরিত্রে অভিনয় করে জনপ্রিয় হয়েছেন অহনা দত্ত(Ahona Dutta)। তাঁর অভিনয় দক্ষতা তাঁকে রাজ চক্রবর্তীর পরিচালনায় রুপোলি পর্দায় জায়গা করে দিয়েছে। সম্প্রতি তিনি নিজের ব্যক্তিগত জীবন নিয়ে শিরোনামে এসেছেন। কাজের পাশাপাশি ব্যক্তিগত জীবনেও বড় পরিবর্তন এনেছেন অহনা। লিভ-ইন সম্পর্কে থেকেও সমাজের নানা কথা উপেক্ষা করে নিজের জীবনধারা বেছে নেওয়ার সাহস দেখিয়েছেন তিনি।

 

View this post on Instagram

 

A post shared by @the_ahona_dutta_official

২০২৩ সালের ১৩ ডিসেম্বর মেকআপ আর্টিস্ট দীপঙ্কর দে-র সঙ্গে বিয়ে করেন অহনা। দীর্ঘ এক বছর এই সুখবর গোপন রাখেন তিনি। নতুন বছরের শুরুতেই ফেসবুকে বিয়ের একটি ভিডিয়ো শেয়ার করে সকলকে চমকে দেন। বিয়ের অনুষ্ঠানে ছিলেন শুধুমাত্র দীপঙ্করের পরিবার। এক ছোট ভাড়ার ফ্ল্যাটেই রেজিস্ট্রি ও বিয়ের রীতি পালন করেন তাঁরা।

আরও পড়ুনঃ উৎসবের উচ্ছ্বাসে ঢেকে গেল কান্নার শব্দ, কী ঘটল টলি অভিনেত্রীর জীবনে?

দীপঙ্করের সঙ্গে সম্পর্কের কারণে মায়ের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছিল অহনার। এমনকী, তাঁদের সম্পর্ক নিয়ে সোশ্যাল মিডিয়ায় তীব্র কটাক্ষের শিকারও হয়েছিলেন তিনি। তবে, সব বিতর্ক পেরিয়ে দুই বছর ধরে দীপঙ্কর এবং অহনা একসঙ্গে আছেন। মায়ের সঙ্গে সম্পর্কের জটিলতাও কাটিয়ে উঠেছেন তিনি। সাহসী সিদ্ধান্ত এবং প্রেমের জয়গান গেয়ে নতুন বছর শুরু করেছেন এই অভিনেত্রী।

 

View this post on Instagram

 

A post shared by @the_ahona_dutta_official