দিনটা ছিল ৯ই আগস্ট। সকাল ৯টায় বেজে উঠেছিল ফোনের রিংটোন। তারপর থেকে ঘোর আছন্নতার মধ্যে কাটছে দিনগুলি। এই প্রথম সন্তানকে অন্যরকম পুজো আরজি করের (RG Kar Incident) নির্যাতিতার বাবা-মা। প্রতিবার মেয়ে নিজের হাতে পুজোর আয়োজন করতেন। এবার সেই মেয়েই নেই।অষ্টমীর বিকেলে সন্তানহারা সেই বাবা-মায়ের সঙ্গে দেখা করতে গেলেন অভিনেত্রী ঊষসী চক্রবর্তী (Ushasie Chakraborty), দেবলীনা দত্ত, চৈতি ঘোষাল ও সৌম্য বন্দ্যোপাধ্যায়।
কেমন অভিজ্ঞতার সম্মুখীন হলেন অভিনেত্রী? বললেন, ‘এ বারের অষ্টমী। কিছু বলার নেই।’ এবছর পুজোয় ইচ্ছে করলেও থাকতে পারেননি উষসী। অভিনেত্রী বলেন, ‘অনেকে আমাকে মনমরা ভাবতে পারেন। পুজোর সময়ে শরীর মন অবসন্ন হয়ে আসে এমন সব পোস্ট করছি। কিন্তু বিশ্বাস করুন এইবার পুজোতে ভাল থাকতে পারলাম না।’
অভিনেত্রী আরও জানান, কারোর আনন্দে তিনি বাঁধ সাধতে চান না। মাত্র ক’দিনের ছুটি, ব্যবসা পত্র, অর্থনীতি। তবে পুজোয় শামিল হলেও, আরজি করের মৃতার কথা মনে রাখার অনুরোধ করেছেন অভিনেত্রী। তাঁর কথায়, ‘পুজোয় থাকুন। কিন্তু আনন্দ করতে করতে একটু মনে রাখুন মেয়েটার কাজে গিয়ে আর বাড়ি ফিরতে পারেননি। এটাও আমাদেরই বাস্তব। কোনও ভিনগ্রহের নয়।’
এদিন নির্যাতিতার মায়ের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, “নিশ্চিন্ত হতাম। কাজের জায়গায় পৌঁছে গিয়েছে। আর কোনও চিন্তা নেই। কিন্তু সেই কাজের জায়গাতেই যে…।” কথা শেষ করতে পারেননি সন্তানহারা মা।
আরও পড়ুনঃ ঐন্দ্রিলা নেই, প্ৰিয় মানুষ হারিয়ে কেমন করে এবারের পুজো কাটালেন সব্যসাচী?
পাশাপাশি অভিনেত্রী আরও লেখেন, ‘আরজি কর একাধারে কলেজ এবং কাজের জায়গা। সেখানে যখন কিছু হয়, মা-বাবা কোথায় তাদের সন্তানকে পাঠিয়ে নিশ্চিন্ত থাকবে বলুন তো? কর্তব্যরত চিকিৎসকের যদি সুরক্ষা না থাকে আমি বা আপনি কি আদৌ সুরক্ষিত?’