সোশ্যাল মিডিয়ায় এই মুহূর্তের অন্যতম ট্রেন্ডি গান কাঁচা বাদাম। বীরভূমের দুবরাজপুরের বাসিন্দা ভুবন বাদ্যকর নামক এক বাদাম বিক্রেতা এই গানটি গেয়ে ভাইরাল হন। এরপর নানা সুরে সেই গান ভাইরাল হতে থাকে। এর আগে কেউ ভাবতেই পারেনি যে বাদাম এত মজাদারভাবে বিক্রি করা যায়। তবে সেই সঙ্গে ভুবনের গলার সুমধুর কণ্ঠের প্রশংসাও অনেকেই করেছেন সোশ্যাল মিডিয়ায়। আবার অনেকেই তাঁকে ট্রোলও করে নেট দুনিয়ায়।
সম্প্রতি আবারও এই বিক্রেতার এক মিউজিক ভিডিওর ভাইরাল হয়েছেন নেট দুনিয়ায়। বাদাম কাকুকে গড়ের মাঠে হাতে নীল রঙের একটি গিটার নিয়ে গান গাইতে দেখা গিয়েছে। সোশ্যাল মিডিয়ার এক সঙ্গীত শিল্পীর সাথে আবারও নাকি গান গেয়েছেন তিনি। ‘কাঁচা বাদাম’ গানটাকে নতুন ভাবে গাওয়া হয়েছে এই মিউজিক ভিডিওর মাধ্যমে। বীরভূম থেকে কলকাতা সব জায়গায় ঘুরে ঘুরে নাকি বানানো হয়েছে সেই ভিডিও এমনটাই শোনা গিয়েছে। এতে আবার ভুবনের সঙ্গে গলা মিলিয়েছেন সঙ্গীত শিল্পী বিজয়সুরোদীপ শীল।
তবে এই ভিডিও দেখেও বহু মানুষ নেতিবাচক মন্তব্য করেছেন ভুবনকে কেন্দ্র করে। কিন্তু প্রতিভা কি আর দমিয়ে রাখা যায়? তাই বহু মানুষ তাঁর পাশে এসে দাঁড়িয়েছেন তাঁকে সমর্থন করতে।