অবশেষে সমাধান হবে সুশান্ত মৃত্যু রহস্যর! তৈরি হচ্ছে টলিউডে বাংলা ছবি ‘সুশান্তের সুইসাইড নোট’, হাসির রোল নেটপাড়ায়

দু’বছর আগে ১৪ জুন হঠাৎ করে তখন অভিনেতা সুশান্ত সিং রাজপুত। বান্দ্রায় বিলাসবহুল ফ্ল্যাট থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় নায়কের মৃতদেহ। সঙ্গে সঙ্গে খবর ছড়িয়ে যায় চারিদিকে। তবে সকলের কাছেই বিষয়টা অপ্রত্যাশিত ঠেকেছিল। কেউ বিশ্বাস করতে পারেনি নায়ক এভাবে নিজের জীবন শেষ করে দেবেন। দু’বছর কাটাতে চলল এখনো সেই রহস্যের কিনারা পাওয়া যায়নি।

নায়কের মৃত্যুর পর সেই ঘটনা নিয়ে একাধিক পরিচালক রীতিমতো ঝাঁপিয়ে পড়ে সিনেমা তৈরি করতে। বলিউডে মুক্তি পায় ছবি ন্যায়: দ্য জাস্টিস। এবার বাংলাতেও তৈরি হতে চলেছে এমন একটি সিনেমা। ছবির নাম সুশান্তের সুইসাইড নোট।

পরিচালনা করছেন বিশ্বজিৎ ঘোষ। কয়েক মাস আগে সিনেমা তৈরির কথা ঘোষণা করেছিলেন তিনি। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে তিনি লিখেছেন আমার সিনেমার প্ল্যানিং: আমি রবীন্দ্রনাথ ২, (রিলিজের পথে) সুশান্তের সুইসাইড নোট (শুটিং শুরু হবে) আর ২০২৩- এ বাহুবলি ৩ ( বাংলাতে)।

সিনেমার টিজার এসেছে সামনে। সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে একটি ভিডিও। জানা যাচ্ছে ট্রেলার খুব তাড়াতাড়ি আসবে। এই ভিডিও নিয়ে কটাক্ষ শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

You cannot copy content of this page