এসে গেল এসে গেল এসে গেল। চলতি সপ্তাহের টিআরপি রেটিং লিস্ট এসে গেল আমাদের হাতে। খুব অপ্রত্যাশিত কিছু রেজাল্ট নয়। যাকে প্রথম ভাবা হয়েছিল সেই প্রথম স্থান দখল করেছে। তবে ধূলোকণা নেমেছে। আইপিএল শেষের মুখে বলে হয়ত নম্বর একটু বেড়েছে আগের থেকে।
প্রথম স্থান দখল করেছে গাঁটছড়া তার কারণটা স্পষ্ট। মানুষ ঋদ্ধি-খড়ির রোমান্স দেখতে ভীষণ পছন্দ করছে। দ্বিতীয় স্থানে মিঠাই। রিকির খোলস ছেড়ে উচ্ছেবাবুর মাঝেমাঝে বহিঃপ্রকাশ সিরিয়ালে দেখা গিয়েছে। সিডি বয়কে ফিরে পেয়ে রেটিং গেছে সিরিয়ালের।অন্যদিকে লালনের বাড়িতে চড়ুইয়ের দুর্দশা দেখিয়ে তৃতীয় স্থান দখল করেছে ধূলোকণা চলতি সপ্তাহে। এসেছে ফুলঝুরির হবু নতুন প্রেমিক অঙ্কুর। এবার দেখা যাক সামনের সপ্তাহে কী করে সিরিয়াল।
আপনাদের জন্য রইল টিআরপি তালিকা:
১ম •• গাঁটছড়া (৮.১)
২য় •• মিঠাই (৮.০)
৩য় •• ধুলোকণা (৭.৭)
৪র্থ •• আলতা ফড়িং (৭.৫)
৫ম •• গৌরী এলো (৭.৪)
5:00 PM : খেলাঘর (১.৭)
5:30 PM : গুড্ডি (২.৯) | দিদি No.1 S9 (২.৮)
6:00 PM : গোধূলি আলাপ (৩.৮) | পিলু (৪.১)
6:30 PM : বৌমা একঘর (৪.২) | খেলনা বাড়ি (৫.৭) [Opening]
7:00 PM : গাঁটছড়া (৮.১) | উমা (৫.৯)
7:30 PM : আলতা ফড়িং (৭.৫) | গৌরী এলো (৭.৪)
8:00 PM : ধুলোকণা (৭.৭) | মিঠাই (৮.০)
8:30 PM : মন ফাগুন (৬.৬) | লক্ষ্মী কাকিমা সুপারস্টার (৭.১)
9:00 PM : আয় তবে সহচরী (৫.৯) | এই পথ যদি না শেষ হয় (৫.৭)
9:30 PM : অনুরাগের ছোঁয়া (৬.৪) | লালকুঠি (৫.১)
10:00 PM : গঙ্গারাম (৩.৭) | উড়ন তুবড়ি (৪.০)
10:30 PM : গ্রামের রানী বীণাপাণি (২.৬) | যমুনা ঢাকি (২.৬)
11:00 PM : জয় গোপাল (১.৭) | মঙ্গলময়ী সন্তোষী মা (১.৭)
রান্নাঘর (১.১)
দাদাগিরি S9 (৪.২)
দিদি No.1{SUN} (৪.৮)
Ismart Jodi (২.৫)