স্টার জলসার নিশীথ-উষশীকে মনে আছে? সেই সময়ের অন্যতম হিট সিরিয়াল ছিল তোমায় আমায় মিলে। একেবারে অন্য ধাঁচের পারিবারিক গল্প দেখানো হয়েছে এই সিরিয়ালে।
ঘরোয়া মেয়েটি বিয়ের পরে পড়াশোনা করে আইপিএস অফিসার হয়েছিল। শাশুড়ি খুব কড়া ছিল কিন্তু হামেশাই বৌমাকে ধমকে আর আদরে সামলে রাখতেন। ধারাবাহিকের হাত ধরেই নায়ক-নায়িকার চরিত্রে জুটি বেঁধেছিলেন রুশা চট্টোপাধ্যায়-ঋজু বিশ্বাস। তাই নতুন মুখ হিসেবে উঠে এসেছিলেন দুজনে।
ধারাবাহিক শেষ হয়ে যাওয়ার পর অনুরাগীদের অপেক্ষা ছিল আবার কবে এই জুটিকে দেখা যাবে। এমনকি অনেকেই বারবার অনুরোধ করেছে যে আবার যদি কোনোভাবে ফিরিয়ে আনা যায় এই সিরিয়াল।
এবার তাদের জন্যে আসছে সুখবর। ফিরতে পারেন রুশা চট্টোপাধ্যায়-ঋজু বিশ্বাস। যিশু-নীলাঞ্জনা সেনগুপ্তের প্রযোজনা সংস্থা ব্লুজ ওয়াটার নাকি ধারাবাহিকের সিক্যুয়েল প্রযোজনা করতে চলেছেন।
View this post on Instagram
অভিনেতা ঋজু বিশ্বাসের সঙ্গে এই বিষয়ে যোগাযোগ করা হলে তিনি জানান তিনি নিজেও এই খবরটা এখন শুনতে পেয়েছেন। অনেকেই এই নিয়ে অভিনেতাকে প্রশ্ন করছে যে আবার কি দেখা যেতে চলেছে ওই ধারাবাহিকে? কাউকে সদুত্তর দিতে পারেননি অভিনেতা। অপরদিকে আবার সিকুয়েল হলে কি তিনি বিপরীতে রুশাকেই চাইবেন? ঋজু এই প্রশ্নের উত্তরে জানিয়েছেন যে যাঁরা যাঁরা ধারাবাহিকে ছিলেন তাঁদের সবাইকেই তিনি ফিরে পেতে অনুরোধ করতে পারেন।
View this post on Instagram
এই বিষয়ে প্রযোজক নীলাঞ্জনার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সমস্ত প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়েছেন। এখন তিনি অন্য বিষয় নিয়ে ব্যস্ত এমনটাই জানিয়েছেন।
ঋজু এখন ব্যস্ত রাজ চক্রবর্তীর ‘গোধূলি আলাপ’ ধারাবাহিককে অভিনয় করতে। ধারাবাহিকে তাঁকে কৌশিক সেনের ভাইয়ের চরিত্রে দেখা যাচ্ছে ঋজুকে।
“শুভশ্রীর সঙ্গে ছিলাম মাত্র ৪ বছর, রুক্মিণীর সঙ্গে ১২ বছর!” শুভশ্রীকে প্রতি কথায় অপমান করেন কেন? ‘বুড়ো ভাম, অন্যকে ছোট করার আগে নিজের দিকে তাকান!’ ‘শুভশ্রী আজ সফল, তোমরা শুধু সহ’বাস করেই যাও!’– দেবকে কড়া ভাষায় নিন্দা ভক্তদের!