Debadrita Basu: জলসায় এত জনপ্রিয় ধারাবাহিক উপহার দিয়েছেন তবুও দেবাদৃতা বসুকে আর সুযোগ পেলেন না, বাধ্য হয়ে সান বাংলায় নতুন সিরিয়ালের ফিরছেন সকলের জনপ্রিয় মীরা! বিতর্ক সোশ্যাল মিডিয়ায়

এমন অনেক অভিনেত্রীকে আমরা এখন আর দেখতে পাই না যারা কিছু বছর আগেও দাপটের সঙ্গে কাজ করছিলেন ছোট পর্দায়। পল্লবী শর্মা আর শ্রুতি দাস তাদের মধ্যে অন্যতম। এবার আরেকজনকে মানুষ খুব মিস করতেন, তিনি হলেন আলোছায়ার জনপ্রিয় মুখ দেবাদ্রিতা বসু। এছাড়াও মীরার চরিত্রে তার জনপ্রিয়তা আকাশ ছুঁয়েছিল। কিন্তু বহুদিন হয়ে গেল তাকে আমরা কোথাও দেখতে পাচ্ছি না।

সকলেই বারবার চাইছিলেন তিনি ফিরে আসুন। কারণ তার অভিনয় দক্ষতা প্রশ্নাতীত।‌ তিনি সোশ্যাল মিডিয়ায় ভীষণভাবে সক্রিয় নিজের ফিরে আসার ব্যাপারে তিনি মুখ খোলেননি। তবে এবার বিশেষ সূত্রে জানা গেল যে তিনি ছোট পর্দায় ফিরছেন কিন্তু অবাক করা ব্যাপার যে স্টার জলসা এবং জি বাংলার মতো দুটো প্রধান চ্যানেলে তাকে দেখা যাবে না।

খুব শীঘ্রই দেবাদৃতা ফিরছে সান বাংলায়। এই খবর শুনে তার ভক্তরা একটু হকচকিয়ে গেছেন কারণ সান বাংলাতে দেবাদৃতার ধারাবাহিক দিলে দেখবে কে? সান বাংলাতে ভালো সিরিয়াল হয় কিন্তু দর্শক তো নেই। জলসা বা জি ছেড়ে দেবাদিতা হঠাৎ সান বাংলাকে বাছলেন কেন?

এই প্রসঙ্গে এক ভক্তের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরা হলো যিনি ব্যাপারটা পুরো ডিটেলে তুলে ধরেছেন। ‘জি বাংলা তাদের নায়িকাদের না ফেরালে সে কি জলসায় যাবেনা?

নাকি জি বাংলার অপেক্ষায় বসে থাকবে জলসা তাদের আনে কিন্তু সিরিয়াল গুলা এত এত প্রমোট করার পরও সাকসেস হয়না!

এতে চ্যানেলের দোষ কোথায়? চ্যানেল তো চাইবেই তাদের প্রজেক্ট হিট হোক।

কিন্তু সব তো আর হিট হয়না বিশেষ করে জি কন্যাদের সিরিয়াল গুলাই হিট হয়না সেটা প্রাইমে দেওয়া শর্তেও।

আমি আগে থেকেই বলে আসছি জি কন্যা মানেই জলসার জন্য লাকি নয়।

আর দেবাদৃতা মীরা শেষ হবার পরও জলসার সাথে কন্ট্রাক্টে ছিলোনা, জলসা ওকে মাধবীলতাতে ডাকে কিন্তু প্রোডাকশন হাউজ তাকে লুক টেস্টে বাদ দেয় তাদের ঘরের কন্যা শ্রাবনীকে নেওয়ার জন্য।

জলসা থেকে জি তে গেলে জলসা তো তাদের আনে, তাদের প্রিয় জি বাংলা কেনো তাদের ফিরিয়ে আনেনা?

জলসা রোহান, রুকমা, গৌরব চ্যাটার্জি, গৌরব রয়, শ্রাবনী, সোলাঙ্কী, রুশা, প্রমিতা এরকম অনেককেই নিজের চ্যানেলে ফিরিয়ে এনেছে জি তে যাবার পরও,জি কেন তাদের কন্যাদের ফিরিয়ে আনেনা?

সম্পূর্না মন্ডল, শ্রুতি দাস এরা জলসায় কাজ করেছে কেনো এর জন্য এদের প্রোডাকশন হাউজ সাইড রোলের অফার দিলেও জি বাংলা সেটা Cancel করে দিয়েছিলো

এরকম অনেকের সাথেই এমন করেছে…..

জলসা তো সেটা করেনা জলসা তাদের ঘরের লোকদের লিড হোক বা সাইড হোক ফিরিয়ে আনেই।

আর হ্যা দেবাদৃতা সানে গেলো দেখে আমি ভীষণ খুশিই হয়েছি!

সময় সব কিছুর জবাব দেয়, একসময় পল্লবী দে জলসায় পরপর ফ্লপ দেবার পরও সানে যাওয়ায় দেবাদৃতার কিছু ফ্যান যা তা মজা করেছে অনেক ট্রল করেছে, তখন মুখ বুঝে সব সহ্য করেছি!

আজ তাদের প্রিয় নায়িকা থুড়ি মহানায়িকা দুইটা হিট দেবার পরও সেই সানেই ফিরে গেলো,এর থেকে আর বড় জবাব আর কি হতে পারে?’

You cannot copy content of this page