Shreetama: সস্তা জনপ্রিয়তার লোভে শরীর দেখানো বিকিনি পরে ছবি নয়, শাড়ি পরে একদম রবীন্দ্রনাথের নায়িকা লুকে সামনে এলেন মা ধারাবাহিকের বড় ঝিলিক! প্রশংসা নেটপাড়ায়

শাড়ি যে বাংলার ঐতিহ্য বহন করে তা বলাই বাহুল্য। প্রতিটি বঙ্গ তনয়ার জীবনে শাড়ি একটি আবেগ বলা চলে। আর এই শাড়ি পড়লে যে কোন সাধারণ নারী হয়ে ওঠে অসাধারণ। যাকে দেখতে লাগে অপরূপ সুন্দরী। কিন্তু এই শাড়ির ধরন রয়েছে বহু। তার মধ্যে শাড়ির রানী বলা হয়ে থাকে কাঁথাস্টিচের শাড়িকে। এই শাড়ি দেখতে যতটা সুন্দর ঠিক ততটাই সুন্দর লাগে এটিকে পড়লে।

এই শাড়ির সূক্ষ্ম কাজের জন্যই এই শাড়ির কদর অনেক বেশি। শাড়িতে কাঁথা স্টিচের কাজ করার জন্য শিল্পিরা পুরস্কারে সম্মানিত হতো একটা সময়। সারা শাড়ি জুড়েই থাকে সুতোর কাজ। তবে পুরো শাড়িটার মধ্যে সবচেয়ে আকর্ষণীয় হয় এর আঁচল। সব রকম রং এ পাওয়া যায় এই শাড়িটি। আসাম সিল্কের উপর যেমন কাঁথাস্টিচের শাড়ি পাওয়া যায় তেমনই কটন খেসের উপরও পাওয়া যায় এই কাঁথাস্টিচের শাড়ি। বাংলার গর্ব বলেও উঠে আসে এই কাঁথা স্টিচের নকশা। বাংলার ঘরে ঘরে মহিলাদের কাছে অন্তত একটা কাঁথা স্টিচের শাড়িই থাকবেই।

এবার সেই শাড়িতেই নজর কেড়েছেন বাংলা টেলিভিশনের একজন জনপ্রিয় অভিনেত্রী। সম্প্রতি সময়ের একজন জনপ্রিয় টেলিভিশনের অভিনেত্রী হরেন শ্রীতমা ভট্টাচার্য। যাকে বহু জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করতে দেখেছে দর্শক। তবে সব ধারাবাহিকের মধ্যে তার অভিনীত ‘মা’ ধারাবাহিকের ঝিলিক চরিত্রটিকেই মনে রেখেছে দর্শক। তাকে এখনো ঝিলিক নামেই চেনে বাংলা টেলিভিশন প্রেমি দর্শক।

শ্রীতমার কথা বলতে গেলে সোশ্যাল মিডিয়াতে তিনি ভালই একটিভ থাকেন। তাকে বহু ছবি দিতে দেখা যায় তার ইনস্টাগ্রাম প্রোফাইলে। তবে পশ্চিমী পোশাকের থেকে তিনি ভারতীয় পোশাক পড়তে বেশি স্বাচ্ছন্দ বোধ করেন তা অভিনেত্রীর প্রোফাইল ঘাঁটলেই বোঝা যায়। বেশিরভাগ ছবিতেই শাড়ির সঙ্গে মানানসই ব্লাউজ এবং গয়না পড়েই দর্শকের মন কেড়ে নেন তিনি। সম্প্রতি তিনি তার ইনস্টাগ্রামে একটি শাড়ি পরে ছবি পোস্ট করেছেন যার ফলেই প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন নেটিজেনরা।

প্রসঙ্গত এই ছবিতে শ্রীতমাকে একটি চকলেট রংয়ের কাঁথাস্টিচ শাড়ি পড়ে দেখতে পাওয়া যাচ্ছে। যার সঙ্গে রয়েছে মানানসই ব্লাউজ এবং একটি পার্ল – এর চোকার এবং হাতে গোল্ডেন কালারের চুর। যা দেখে রীতিমতো প্রশংসা করেছেন তার ভক্তরা কিন্তু সেখানে একজন লিখেছেন, ‘রবীন্দ্রনাথের নায়িকা’। আর সত্যিই এদিন শ্রীতমাকে লাগছিল এই সুন্দর শাড়িটিতে অসাধারণ।