সকাল থেকেই চলছে আলোচনা,’ভাঙেনি সম্পর্ক’ নিন্দুকদের মুখে ছাই দিয়ে মালাইকার সঙ্গে জড়িয়ে ছবি পোস্ট অর্জুনের!

বয়সে বড়ো এক ডিভোর্সি মহিলার সঙ্গে সম্পর্ক রাখাকে কেন্দ্র করে সমালোচনার শিকার হয়েছিলেন অভিনেতা অর্জুন কপূর। বলা বাহুল্য, সেই ডিভোর্সি মহিলা আর কেউ নন অভিনেত্রী মালাইকা আরোরা। বহুবার তাঁরা একসাথে হাতে হাত রেখে ক্যামেরায় ধরা দিয়েছেন। কখনও ডিনার ডেট আবার কখনও মালদ্বীপের বুকে সময় কাটানো- নিন্দুকরা কী বলল তাতে কিছুই যায় আসে না এই জুটির। এই নিয়ে বেশ চলছিল তাঁদের। কিন্তু সম্প্রতি রটে যায় যে ভাঙন ধরেছে সম্পর্কে। বলিউডে জল্পনা যে ভাঙনের ধাক্কা সামলাতে না পেরে একেবারে নিভৃতবাসে চলে গিয়েছেন নায়িকা। এদিকে বোনের বাড়িতে আসলেও সেই বাড়ির খুব কাছে থাকা প্রেমিকাকে দেখা দিয়ে আসেননি অর্জুন। আচমকা কী হলো?

কিছুই যে হয়নি তার প্রমাণ দিলেন অভিনেতা। নিন্দুকদের চমকে দিয়ে প্রেমিকার সঙ্গে ছবি পোস্ট করে সোজাসুজি লিখে দিলেন ‘গুজবের কোনও জায়গা নেই। সুরক্ষিত থাকুন। আশীর্বাদে থাকুন। মানুষের জন্যে মঙ্গল কামনা করুন’। ব্ল্যাক অ্যান্ড ওয়াইট মনোক্রোমাটিক সেই মিরর সেলফিতে ফুটে উঠল তাঁদের রঙিন জীবন।

 

View this post on Instagram

 

A post shared by Arjun Kapoor (@arjunkapoor)

You cannot copy content of this page