Kartik Ariyaan: সারা আলি খানের সঙ্গে দীর্ঘদিন সম্পর্কের গুঞ্জন! অবশেষে বিয়ে করছেন কার্তিক আরিয়ান! মায়ের ইচ্ছা, জানালেন অভিনেতা 

এই মুহূর্তে বলিউডের যে সকল অভিনেতা দর্শকদের মধ্যে দারুন জনপ্রিয় হয়ে রয়েছে তাদের মধ্যে অন্যতম হলেও কার্তিক আরিয়ান। আপাতত সকলেই জানেন তিনি সিঙ্গেল। তাই যার এত মহিলা ভক্ত তার বিয়ে এবং প্রেম নিয়ে কৌতুহল থাকবে না তা বলা যায় না। এই নিয়ে প্রায় দিন সোশ্যাল মিডিয়ায় নানারকম চর্চা হতে দেখা যায়। তবে কার্তিকের মায়ের কি ভাবনা ছেলের বিয়ে নিয়ে তা কি জানেন? অভিনেতার মায়ের ভাবনা কিন্তু একেবারেই আলাদা ছেলের বিয়ে নিয়ে। সম্প্রতি এক সাক্ষাৎকারে ফ্রেডি অভিনেতা নিজেই সে কথা জানালেন।

সম্প্রতি এক জনপ্রিয় সংবাদমাধ্যমকে সাক্ষাৎকারে কার্তিক বলেছেন তার বিয়ের পরিকল্পনা। অভিনেতা এদিন বলেন, ‘আমার মা চায় আমি আগামী ৩-৪ বছর মন দিয়ে কাজ করি। মা চায় না আমার মনযোগ অন্য কোথাও যাক। আমারও সব ফোকাস এখন কেরিয়ারে। কপাল ভালো পরিবারের পক্ষ থেকে কোনও চাপ নেই আমার উপরে বিয়ে করার। তবে হ্যাঁ জীবনে ভালোবাসার জায়গা অবশ্যই আছে।’

প্রসঙ্গত অভিনয় শুরুর প্রথমদিকে ইমতিয়াজ আলীর ‘লাভ আজ কাল ২’ করার সময় তার বিপরীতে অভিনয় করা অভিনেত্রী সারা আলী খানের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান। তবে সে সম্পর্ক বেশিদিন টেকেনি। তবে তাদের সম্পর্ক নিয়ে কখনোই দুই অভিনেতা অভিনেত্রী কথা বলেননি।

কয়েক দিন আগে নিজের নতুন কাজ প্রসঙ্গে তিনি জানিয়েছিলেন, ‘আমি সত্যিই ভাবিত নই ফ্রেডি কেমন চলবে। কারণ আমি জানি দর্শকরা খুব বুদ্ধিমান। আমরা ৪৫ সেকেন্ড থেকে ১ মিনিটের একটা ট্রেলার দিয়েছি আর ওরা ওখান থেকে ছোট ছোট জিনিস বের করে উপভোগ করছে। আমার খুব ভালো লেগেছে যে ওরা এসব জিনিসও নোটিস করেছে। আমি নিজেও দর্শক হিসেবেই কোন সিনেমা দেখি। আমারও ভালো লাগে চমকে যেতে বা উত্তেজিত হতে। আমি ফ্রেডিকে আমার ফিল্মোগ্রাফির দুর্দান্ত সংযোজন হিসেবেই দেখছি।’

You cannot copy content of this page