হাতে এলো এই সপ্তাহের ফলাফল। আইপিএলের কারণে এই সময়ে টিআরপিতে একটা গভীর প্রভাব পড়েছে। তবুও মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে সিরিয়ালগুলো। সেটা ১০ তালিকা থেকে এলো কে আর কে বেরিয়ে গেল সেই নিয়ে পূর্ণাঙ্গ তালিকা পেলাম আমরা।
প্রতি সপ্তাহে বৃহস্পতিবার আসলেই দর্শকদের চিন্তা বেড়ে যায়। কারণ এই দিনের ফলাফল দেখেই আগামী দিনের সিরিয়ালের ভাগ্য নির্ধারণ করে চ্যানেল। বেশ কিছু সিরিয়াল বিগত কয়েক মাসে বন্ধ হয়েছে টিআরপির কারণে। টিআরপি দিতে না পারলেও গল্প যতই জনপ্রিয়তা পাক কিংবা চরিত্রগুলো যতই জনপ্রিয় হোক অথবা নায়ক নায়িকা যতই পরিচিত মুখ হোক না কেন সেই সিরিয়ালের ভাগ্য খারাপ হয়। হয় সেই সিরিয়ালকে বিদায় নিতে হয় তা না হলে অন্য স্লটে পাল্টে দেওয়া হয়ে থাকে।
এবারের ফলাফল জি বাংলার কাছে হতাশাজনক। কারণ এবারে আগের সপ্তাহের তুলনায় পিছিয়ে পড়েছে সেরা থাকা সিরিয়াল জগদ্ধাত্রী। গত সপ্তাহের স্টার জলসার সঙ্গে যৌথভাবে প্রথম হয়েছিল জি বাংলার সিরিয়াল। প্রথম স্থানে ছিল অনুরাগের ছোঁয়া এবং জগদ্ধাত্রী। কিন্তু এবার আশানুরূপ ফল করতে পারলো না জি বাংলার এই সিরিয়াল। ফলে গত সপ্তাহে যুগ্মভাবে প্রথম হওয়ার পর এই সিরিয়ালের দর্শকদের মনে যে নতুন আশা জেগে উঠেছিল, এবার সেই আশা মিলিয়ে গেল।
বরাবরের মতো এই সপ্তাহে প্রথম স্থান ধরে রেখেছে অনুরাগের ছোঁয়া। তারপর রয়েছে জগদ্ধাত্রী। পুলিশ অফিসার জ্যাস সান্যাল হেরে গেল দীপার কাছে। সূর্য এবং দীপার সম্পর্কে যে টানাপোড়েন শুরু হয়েছে দুই সন্তানকে কেন্দ্র করে সেটা দর্শকরা বেশ ভালোভাবেই যে দেখছে তা এই ফলাফল থেকে স্পষ্ট। তবুও তার নম্বর আগের থেকে কমেছে।
এক নজরে দেখে নিন এই সপ্তাহের বাংলার সেরা ৫:
১ম •• অনুরাগের ছোঁয়া ৮.১
২য় •• জগদ্ধাত্রী ৮.০
৩য় •• গৌরী এলো ৭.২
৪র্থ •• নিম ফুলের মধু ৭.১
৫ম •• পঞ্চমী ৬.৫