বৃহস্পতিবার আসলেই বাঙালি সিরিয়ালের দর্শকদের চিন্তা বেড়ে যায়। কারণ এই দিনেই তাদের পছন্দের সিরিয়ালের ভাগ্য নির্ধারণের দিন। তাই সব সিরিয়ালের ক্ষেত্রে এইদিন যেনো অগ্নিপরীক্ষা। এবারের সপ্তাহের অবাক করা সেই ফলাফল এলো সামনে। দুর্দান্ত চমক রয়েছে। জি বাংলা আর স্টার জলসার দর্শক দুই পক্ষের ক্ষেত্রেই দারুন চমক আনা হয়েছে এবারে।
বরাবর দেখা গেছে এই সপ্তাহে কোনও ধারাবাহিক সেরা হলে পরের সপ্তাহ সে পিছিয়ে পড়ছে। ফলে আগে থেকে কেউ কোন অনুমান করতে পারছে না যে কে নিজেকে এগিয়ে রাখবে আর কে পিছিয়ে যাবে প্রতিযোগিতায়। এর কারণ হলো গল্পে যেমন বৈচিত্র্য আর নতুনত্ব আসছে একের পর এক ঠিক তেমন প্রচুর নতুন নতুন মুখ নায়ক বা নায়িকা হিসেবে উঠে আসছে যাদের দেখে দর্শকরা মুগ্ধ হয়ে যাচ্ছে।
নতুন বছর পড়ার সাথে সাথে দেখা গিয়েছিল টিআরপিতে প্রথম স্থান দখল করেছিল স্টার জলসা। অনুরাগের ছোঁয়াকে তখন টানা বেশ কয়েকটা সপ্তাহ নিজের স্থান থেকে সরানো যায়নি। ঠিক তারপরেই তাকে ধাওয়া করেছিল জি বাংলার জগদ্ধাত্রী। কিছু সপ্তাহ ধরে এই স্থান অদল বদল হয়েছে। সবার উপরে থেকেছে জগদ্ধাত্রী আর তার ঠিক পরেই সূর্য দীপার গল্প।
এই নিয়ে অনুরাগের ছোঁয়া সিরিয়ালের ভক্তদের অনেকের ধারণা ছিল আইপিএল আসার কারণে ওই সময়টা বেশিরভাগ দর্শক আইপিএলে মনোনিবেশ করেছে। সিরিয়াল দেখছে না। কিন্তু এইবার তাদের চিন্তা কেটে গিয়ে মুখে হাসি ফুটল। আবার হারিয়ে যাওয়া মুকুট ফিরে পেল দীপা আর সূর্যর জুটি। আবার প্রমাণ করলো তারা সেরা। ৮.২ নিয়ে আবার ফিরে এলো পুরনো স্থানে। বরং সেই স্থানে জগদ্ধাত্রী দ্বিতীয় হলেও অনেকটা পিছিয়ে পড়েছে আবার।
তবে আরেক দিক থেকে দেখতে গেলে জি বাংলা এখনও রয়েছে সেরা। স্টার জলসা অনেক পিছিয়ে পড়েছে। প্রথম স্থান ছাড়া আর কোনও স্থান দখল করতে পারেনি স্টার জলসার কোনো সিরিয়াল। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম সব স্থানে রয়েছে জি বাংলার সিরিয়াল। জগদ্ধাত্রী, গৌরী এলো, নিম ফুলের মধু, রাঙা বউ রয়েছে পরপর এই তালিকায়।
এক নজর দেখে নিন এই সপ্তাহের বাংলার সেরা ৫:
১ম •• অনুরাগের ছোঁয়া (৮.২)
২য় •• জগদ্ধাত্রী (৭.৯)
৩য় •• গৌরী এলো (৭.৪)
৪র্থ •• নিম ফুলের মধু (৭.২)
৫ম •• রাঙা বউ (৬.১)
Trending ••
রামপ্রসাদ – ৩.৭
মিঠাই – ৩.৭