একসঙ্গে বন্ধ হয়ে গেল গুড্ডি আর এক্কা দোক্কার শুটিং! সিদ্ধান্ত নিলেন লীনা গাঙ্গুলী! মাঝপথেই শেষ করে দিচ্ছেন সিরিয়াল?

বর্তমানে প্রতিটি ধারাবাহিক টিকে রয়েছে টিআরপির উপর। যে ধারাবাহিকের টিআরপি যত বেশি, সেই ধারাবাহিকের স্থায়ীকাল তত বেশি। আর তাই এই টিআরপি বাড়ানোর চেষ্টায় বর্তমানে সমস্ত ধারাবাহিক একপ্রকার যেন যুদ্ধে নেমেছে। আর সেই যুদ্ধে জেতার জন্য একের পর এক টুইস্ট আনছে ধারাবাহিকগুলো। পাশাপাশি ধারাবাহিকেও আসছে নানান নতুন মুখ।

স্টার জলসা ও জি বাংলায় একের পর এক আসছে নতুন নতুন ধারাবাহিক। একে ওপরের কম্পিটিটর যেন তারা। জনপ্রিয় সব নায়ক-নায়িকাদের নিয়ে আসছে সেই ধারাবাহিকগুলো। কোনটা ছেড়ে কোনটা দেখবে মানুষ। স্টার যেমন এগোচ্ছে, পাল্লা দিয়ে এগোচ্ছে জি বাংলাও। একই স্লটে দুই চ্যানেলে দুই নতুন ধারাবাহিক।

বোঝাই যাচ্ছে, একটার দর্শক কেড়ে নেবে আরেকটা। তবে নতুন আসা ধারাবাহিকগুলোর উপর নির্ভর করছে পুরোনো ধারাবাহিকের টিআরপিও। পাশাপাশি স্টার জলসায় শেষ হচ্ছে বেশ কিছু ধারাবাহিক। আর টার্বোদলে শোনা গেল পরপর আটটি ধারাবাহিক এন্ট্রির খাতায় নাম লিখিয়েছে। বেশকিছু ধারাবাহিকের কাস্ট ইতিমধ্যে ঠিক হয়ে গিয়েছে। আবার কিছু সিরিয়ালের প্রমোর শুটিং-ও শুরু। সম্প্রতি শুরু হয়েছে ‘তুঁতে’ ও ‘সন্ধ্যাতারা’।

বেশকিছুদিন ধরেই শোনা যাচ্ছে, স্টার জলসার দুই ধারাবাহিক ইতির খাতায় নাম লেখাতে চলেছে। এক ‘এক্কা দোক্কা’ ও অন্যটি ‘গুড্ডি’। দুটির গল্প যেদিকে এগোচ্ছে, তাতে অনেকেরই মনে হচ্ছে শেষ হতে চলেছে এই দুই ধারাবাহিক। এবার শোনা গেল, মাঝপথেই বন্ধ হয়ে গেল দুই ধারাবাহিকের শুটিং। তবে কি মাঝপথেই শেষ হল দুই ধারাবাহিক?

না, এখনোও তা হয়নি। আসলে দুই ধারাবাহিকের লেখিকা লীনা গাঙ্গুলি গিয়েছে কাশ্মীরে। তাঁর একটি ধারাবাহিক ‘জল নুপুর’এর রিমিক আসছে স্টার প্লাসে। আর তাই ধারাবাহিকের জন্য সঠিক জায়গা খুঁজতে কাশ্মীর গিয়েছেন লীনা গাঙ্গুলি। তাই চারদিন বন্ধ থাকবে শুটিং, ফিরে এলে আবার শুরু হবে ধারাবাহিকের শুটিং।