পুষ্পার সিগনেচার স্টেপের স্রষ্টা আল্লু অর্জুন নয়! তাহলে শেহনাজ গিলই এই নাচ তৈরি করেছিলেন?

গোটা ভারত জুড়ে অভিনয় জগতে এখন দাপিয়ে শাসন করছে পুষ্পা সিনেমা। দক্ষিণ ভারতের সিনেমা হল ভারতের সব অংশেই জনপ্রিয় হয়েছে এই সিনেমাটি। সিনেমাটি হিট হওয়ার পাশাপাশি এর গানগুলি একইভাবে জনপ্রিয় হয়েছে। এর মধ্যে অন্যতম হলো সুপারষ্টার আল্লু অর্জুনের নাচ। এই নাচ তিনি করেছেন শ্রীভল্লি গানের সঙ্গে।

এই গানটিতে একটি স্টেপ করার সময় নায়ক এর পা থেকে হাওয়াই চটি খুলে যায়। তারপরেও সে আবার চটি পরে নিয়ে নাচতে থাকে। সেই স্টেপ হয়ে যায় জনপ্রিয়। আর তারপরেই সোশ্যাল মিডিয়ায় ঝড় ওঠে এই গানে রিল বানানোর।

সাধারণ মানুষের পাশাপাশি তারকারাও রিল বানাতে থাকেন। আর সেই ভিডিওগুলি মুহুর্তের মধ্যে ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। কিন্তু এবার একটি বিশেষ তথ্য পাওয়া গিয়েছে যা অবাক করে দেবে এই গানের প্রেমীদের।

জানা গেছে যে এই গানটির সেই সিগনেচার স্টেপের স্রষ্টা আসলে আল্লু অর্জুন নয়, শেহনাজ গিল। বিগ বস রিয়েলিটি শো এর মাধ্যমে পরিচিত হয়েছেন শেহনাজ গিল। ভাইরাল হওয়া এক ভিডিও বলছে এমনটাই।

পুষ্পা মুক্তির বেশ কয়েক বছর আগে গোটা বিগবস হাউজেই মাঝেমাঝেই এরকম স্টেপ করতে দেখা গেছে শেহনাজকে। শেহনাজের ফ্যান পেজ থেকেই শেয়ার করা হচ্ছে সেরকম ক্লিপিংস। তাতে আবার লেখা রয়েছে, ‘আমাদের শেহনাজ তো এরকমটা ২০১৯-এই করেছে।” তাহলে কি সেখান থেকে অনুপ্রাণিত হলেন ‘পুষ্পা’ নির্মাতারা?

You cannot copy content of this page