‘তোমাদের রাণী’ ধারাবাহিকে চাঞ্চল্যকর মোড়! বিয়ের ২ মাস পর দুর্জয়-রানীর পুত্রসন্তান

বাংলা টেলিভিশনে জগতের বিনোদনমূলক চ্যানেলগুলির মধ্যে অন্যতম স্টার জলসা (Star Jalsha)। আর এই চ্যানেলে নতুন ধারাবাহিকের আগমনে বিদায় নিচ্ছে পুরনো ধারাবাহিকগুলি।টিআরপি (TRP) তালিকায় টপ টেনে স্থান ধরতে না পারার জন্য মাঝপথে বন্ধ হয়ে গিয়েছে নতুন পুরোনো একাধিক ধারাবাহিক।

আর এই আসা-যাওয়ার মাঝে জলসার পর্দায় এসেছে এক ব্র্যান্ড নিউ সিরিয়াল ‘তোমাদের রাণী’। ধারাবাহিকের প্রোমো প্রকাশ্যে আসার পর তা নজর কেরেছিল ছোট পর্দার দর্শকের। একজন অন্তঃসত্ত্বা মহিলার সফল ডাক্তার হওয়ার যে লড়াই দেখতে উৎসুক ছিলেন সিরিয়াল প্রেমীরা।

সম্প্রতি ধারাবাহিকের পর্দায় চলছে টান টান উত্তেজনা। প্রথম থেকেই দর্শকমহলে সাড়া ফেলেছে এই ধারাবাহিক। দুই নবাগত অভিনেতা অভীকা মালাকার ও অর্কপ্রভ রায়ের রসায়ন মন জিতেছে ভক্তদের। এক ডাক্তার ও এক হবু ডাক্তারের প্রেম দিয়েই শুরু এই ধারাবাহিক। একজন মেয়ে সংসার সামলেও কীভাবে নিজের স্বপ্ন পূরণ করছে তাই দেখানো হবে এই সিরিয়ালে।

ইতিপূর্বে, আমরা তোমাদের রাণী ধারাবাহিকের প্রোমোতে দেখেছি ডাক্তারি পরীক্ষা দিতে গিয়ে রাণী জানতে পারে সে প্রেগন্যান্ট। অন্যদিকে, দুর্জয়ের মা বলে তাঁদের বিয়ের দুমাস কেটে গেলেও সংসারে তাঁদের কোনো অগ্রগতি নেই। ডাক্তারির প্রবেশিকা পরীক্ষার দিন অজ্ঞান হয়ে পড়ে যায় রাণী। তারপর চোখ মেলতেই সে জানতে পারে সে প্রেগন্যান্ট।

এখন প্রশ্ন হল, রাণীর সামনে এখন বড় চ্যালেঞ্জ। প্রেগনেন্সি কি রাণীর স্বপ্ন পূরণে বাঁধা হয়ে দাঁড়াবে? গর্ভবতী অবস্থায় সে কি পারবে পরীক্ষা দিতে? ষ্টুডিও পাড়ায় খবর, সন্তানকে নিয়েই পরীক্ষা দিতে যাবে রাণী। বাইরে দুর্জয় বাইক নিয়ে অপেক্ষা করবে।

অল্পবয়সী এক মেয়ের মা ও ডাক্তার হওয়ার স্বপ্নের আবর্তে তৈরি হচ্ছে এই গল্প। ২০২৩-এ দাঁড়িয়েও অন্তঃসত্ত্বা হওয়ার পর মহিলাদের অনেক স্বপ্নকে জলাঞ্জলি দিতে হয়। প্রয়োজনে চাকরি ছেড়ে দেন অনেক মহিলা। সমাজের এই নিয়মের ছক ভেঙে তাই বিপরীত স্রোতে বইছে এই ধারাবাহিক।

Back to top button