টেলিভিশনে ফের ফিরতে চলেছেন অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহ রায় (Debchandrima Singha Ray)। চলতি বছরেই নতুন এক ধারাবাহিক নিয়ে পর্দায় ফিরতে চলেছেন তিনি। অনেকদিন ধরেই গুঞ্জন চলছিল টেলি পর্দার নতুন ধারাবাহিকে নায়িকার ভূমিকায় দেখা যাবে তাঁকে। আর এবার এই জল্পনা কার্যত সত্যি হল। শোনা যাচ্ছে, চলতি বছরের আর কিছুদিনের মধ্যেই টেলিভিশনে ফিরতে চলেছেন নায়িকা দেবচন্দ্রিমা।
এর আগে শোনা যাচ্ছিল অভিনেতা নীল ভট্টাচার্য-এর বিপরীতে নায়িকা হিসেবে দেখা যেতে পারে দেবচন্দ্রিমা কে। কিন্তু এখন জানা যাচ্ছে অভিনেতা নীল নয় বরং দেবচন্দ্রিমার বিপরীতে দেখা যাবে অন্য কোনো টেলি অভিনেতাকে। যদিও কাকে দেখা যাবে সেই তথ্য এখনও স্পষ্ট হয়নি।
![]()
সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া স্টোরিতে কিছু বিটিএস শেয়ার করেছিলেন অভিনেত্রী। যা দেখার পর দেবচন্দ্রিমার নতুন সিরিয়ালের জল্পনা আরও স্পষ্ট হচ্ছে। অনেকদিন পর অভিনেত্রী টেলি পর্দায় ফিরবে শুনে অত্যন্ত খুশি তাঁর অনুরাগীরা। জানা যাচ্ছে, খুব সম্ভবত জি বাংলার নতুন সিরিয়ালের অভিনেত্রী হিসেবে ফিরতে পারেন দেবচন্দ্রিমা সিংহ রায়।
শুধু টেলিপর্দা নয় দেবচন্দ্রিমার নতুন কাজ আসছে ওয়েব পর্দাতেও। হইচইয়ের নতুন ওয়েবসিরিজে দেখা যাবে অভিনেত্রীকে। এই ওয়েবসিরিজের প্রথম ঝলক দেখে ফেলেছেন দর্শক। এই বছরেই একঝাঁক কাজ নিয়ে কামব্যাক করতে চলেছেন দেবচন্দ্রিমা। ইতোমধ্যে খবর মিলছে, দেবচন্দ্রিমার নতুন ধারাবাহিকটির প্রোমো শ্যুট শুরু হবে। তার পরই বিস্তারিত জানতে পারবেন দর্শক।
আরও পড়ুনঃ ‘আপনার যদি মনে হয় আমি অন্য সম্পর্কে জড়িয়ে গেছি, তাতে আমার কিছু যায় আসে না…’ সূর্য আর লাবণ্য সেনগুপ্তকে সপাট জবাব দিল দীপা!
অন্যদিকে, নতুন বছরের শুরু থেকেই একাধিক ধারাবাহিক শেষের বার্তা টেলিপর্দায়। শোনা যাচ্ছে শেষ হতে চলেছে জি বাংলার ‘ইচ্ছে পুতুল’। আবার প্রোডাকশন হাউজের সমস্যার কারণে ধারাবাহিক ‘মিলি’-ও শেষ হবে বলে কানাঘুষো খবর। যদিও দেবচন্দ্রিমার নতুন ধারাবাহিক কোন চ্যানেলের কোন স্লটে আসবে, তা জানতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে অনুরাগীদের।






‘লক্ষ্মীর ভাণ্ডারের টাকায় সংসার চলে, আবার দাদাদের বাইকও চলে…স্ত্রীরা স্বাবলম্বী হচ্ছে আর স্বামীরাও তেল ভরার টাকা পাচ্ছে!’ সায়নীর মন্তব্য ঘিরে বিতর্ক, ভিডিও ভাইরাল হতেই তীব্র প্রতিক্রিয়া নেটপাড়ায়!