‘দারুণ হয়েছে’,ঋদ্ধি-খড়ির দ্বিরাগমন এর নতুন প্রোমো দেখিয়ে দর্শকদের মন জয় করল গাঁটছড়া! সামনে আসবে কোন সত্যি?

বর্তমানে টিআরপি তালিকায় জয়জয়কার স্টার জলসার সিরিয়াল গুলির। একে একে অনেক নতুন সিরিয়াল লঞ্চ করেছে স্টার জলসা। এই যেমন আলতা ফড়িং, খুকুমণি হোম ডেলিভারি, গাঁটছড়া, অনুরাগ এর ছোঁয়া এসেছে স্টার জলসায়। কিছুদিনের মধ্যেই আসতে চলেছে গুড্ডি। স্টার জলসার চাপে জি বাংলা এখন কোণঠাসা হয়ে গেছে। ৪২ সপ্তাহ ধরে শীর্ষস্থানে থাকা মিঠাইও টিআরপির রেটিংয়ে অনেকটাই নেমে গেছে নিচে। সব মিলিয়ে তথৈবচ অবস্থা জি বাংলার।

এর মধ্যে পরপর দুই সপ্তাহ কামাল করে দিয়েছে স্টার জলসার নতুন সিরিয়াল গাঁটছড়া।দুই সপ্তাহ প্রথম স্থান ধরে রেখেছে সোলাঙ্কি এবং গৌরব চ্যাটার্জীর এই সিরিয়াল।দ্যুতি-রাহুলের বদমাইশিতে বাধ্য হয়ে বিয়ে হয়ে যায় ঋদ্ধিমান এবং খড়ির। এখন পরবর্তীকালে তাদের জীবন কীরকম ভাবে চলছে সেটা নিয়েই এগোচ্ছে গল্প।

কিছুদিনের মধ্যেই দেখানো হবে খড়ি এবং ঋদ্ধিমানের দ্বিরাগমন এর কাহিনী। সম্প্রতি এই বিষয়ে একটি নতুন প্রোমো প্রকাশ করেছে স্টার জলসা। সেখানে দেখা যাচ্ছে, খড়ি হাত জোড় করে ঋদ্ধিমান কে অনুরোধ করছে অন্তত বাড়ির লোকের জন্য দ্বিরাগমনে এক ঘরে থাকতে।যদিও সেই অনুরোধ রাখবে না হলে ঋদ্ধিমান বেরোতেই উল্টে হুমড়ি খেয়ে পড়ে যায় এবং তাকে ধরে নেয় খড়ি।

এরপরেই এক গোপন সত্যি জানতে পারে ঋদ্ধিমান। খড়ির বাড়ি বন্ধক দিয়েছে তার মা এবং যাকে বন্ধক দিয়েছে তিনি বলছেন সেই বাড়িটি তিনি দখল করে নেবেন। এই কথা আংশিক ভাবে জানতে পারে ঋদ্ধিমান।

এছাড়া এর পরে দেখা যায় একগাদা তত্ত্বের প্যাকেট নিয়ে উঠতে গিয়ে সিঁড়িতে হুমড়ি খেয়ে পড়ে ঋদ্ধিমান। সেই দৃশ্য দেখে চিৎকার করে ওঠে খড়ি। গোটা প্রোমোটি দেখে দর্শকরা অত্যন্ত উৎসাহিত খড়ি এবং ঋদ্ধিমানের দ্বিরাগমনে কী হতে চলেছে সেই নিয়ে।

You cannot copy content of this page