“ওই দেখ মা-মেয়ে কোথা থেকে রাত কাটিয়ে এসেছে”, অভিনেত্রীর পাশাপাশি হাইকোর্টের উকিল! জীবনের গল্প শোনালেন অভিনেত্রী প্রিয়া মালাকার

বাংলা বিনোদন জগতের একজন জনপ্রিয় মুখ তিনি। শিশু শিল্পী হিসেবে পর্দায় আত্মপ্রকাশ করেছিলেন তিনি। গোয়েন্দা গিন্নি থেকে ত্রিনয়নী সব ধারাবাহিকেই তার অভিনয় মন জয় করেছে দর্শকদের। চরিত্র নেগেটিভ হোক বা পজেটিভ তার অভিনয় সময় নজর কেড়েছে দর্শকদের। তবে টলিপাড়ার জনপ্রিয় অভিনয় হওয়ার পাশাপাশি বর্তমানে হাইকোর্টের লাইসেন্স প্রাপ্ত উকিল প্রিয়া মালাকার (Priya Malakar)।

ছোট থেকেই ধ্যানজ্ঞান ছিল নাচ, জানিয়েছেন অভিনেত্রী প্রিয়া মালাকার

গৌরীদান, ত্রিনয়নী, প্রথমা কাদম্বিনী, আমলকী, দুর্গা দুর্গেশ্বরী, প্রতিদান, ভুতু, গোয়েন্দা গিন্নি সহ একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন প্রিয়া। ছোটবেলা থেকে নাচের দিকে ঝোঁক ছিল অভিনেত্রীর। ভরতনাট্যম থেকে পাশ্চাত্য নৃত্যের একজন প্রেশাদার নৃত্যশিল্পী তিনি। সর্বদাই নিজের নাচের দক্ষতার কারণে প্রতিযোগিতাতে প্রথম বা দ্বিতীয় স্থান অধিকার করে এসেছেন প্রিয়া। আর পাঁচজন নৃত্যশিল্পীদের মতোই তিনিও স্বপ্ন দেখতেন জি বাংলার জনপ্রিয় রিয়ালিটি শো ড্যান্স বাংলা ড্যান্স যাওয়ার।

ড্যান্স বাংলা ড্যান্সের অডিশনে গিয়ে সমস্যার মুখে পড়েন প্রিয়া মালাকার

সুযোগও পেয়েছিলেন ২০০৯ সালে। সকাল থেকে লম্বা লাইন দিয়ে দাঁড়িয়েছিলেন অডিশনে। কিন্তু ভাগ্য সঙ্গ দেয়নি তার। মুষলধারার বৃষ্টির কারণে জলময় হয়ে যায় চারিদিক। বন্ধ হয়ে যায় অডিশন। কিন্তু শত বিপর্যয়ের মধ্যেও হার মানেননি তিনি। ২০১০ সালে আবার দেন অডিশন। সুযোগ পেয়ে যান শোতে প্রতিযোগী হয়ে যাওয়ার। এরপর বাবার ইচ্ছাতেই অভিনেত্রী হওয়ার সিদ্ধান্ত নেব তিনি। শুরু হয় অডিশনের যুদ্ধ। বাবা, মাকে নিয়ে তিনি ঘুরেছেন স্টুডিও পাড়ার দরজায় দরজায়। কিন্তু পাননি সুযোগ।

অজানার খোঁজে ধারাবাহিকের মাধ্যমে পর্দায় আত্মপ্রকাশ করেছিলেন প্রিয় মালাকার

এরপর ২০১২ সালে স্বপ্নপূরণের পথে একধাপ এগিয়ে যায় অভিনেত্রী। তিনি সুযোগ পান মহুয়া বাংলার অজানার খোঁজে ধারাবাহিক মুখে চরিত্রে অভিনয় করেছেন তিনি। সেই ধারাবাহিকের মাধ্যমেই পর্দায় আত্মপ্রকাশ করেছিলেন প্রিয়া। যদিও তার আগেই জুনিয়র আর্টিস্ট হিসেবে কাজ করেছেন তিনি। তবে সেই যাত্রাটাও একেবারেই সহজ ছিল না। টাকা দিয়ে রোল দেওয়ার প্রলোভন দেওয়া হয়েছিল তাকে। যদিও সেই প্রলোভনে একেবারেই পা দেননি অভিনেত্রী।

আরও পড়ুন: অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে চাঞ্চল্যকর মোড়! ‘ডাক্তারবাবু’ ডাক শুনে অতীতের কথা মনে পড়ে গেল সূর্যর?

সমস্ত ক্ষেত্রেই সমাজের কটূক্তির সম্মুখীন হয়েছেন অভিনেত্রী প্রিয়া মালাকার

২০১৪ সালে অজানার খোঁজে ধারাবাহিকের জন্য শিশুশিল্পী হিসেবে পুরস্কৃত হন তিনি। তবে এত কিছুর পরও সমাজের কুটুক্তি থেকে রেহাই পাননি তিনি। পরিবারের মানুষের থেকেও তাকে হয়েছে ওই দেখ মা মেয়ে কথায় রাত কাটিয়ে এসেছে। অভিনেত্রী সিদ্ধান্ত নেন ওকালতি পড়ার। সেক্ষেত্রেও সমাজের হেনস্থা থেকে সম্মুখীন হয়েছেন তিনি। তাকে শুনতে হয়েছে “অভিনয় করছিলি ঠিক আছে কিন্তু আবার ওকালতি পড়ার কি দরকার ছিল?” তবে সমাজের মন্তব্যতে কখনোই কর্ণপাত করেননি তিনি। বর্তমানে কলকাতার হাইকোর্টে থেকে ওকালতি প্রেকটিস করছেন তিনি। পেয়ে গেছে লাইসেন্স। এখন ওকালতিই মনোনিবেশ করেছেন তিনি। যদিও জানিয়েছেন সুযোগ পেলে আবার অভিনয়ে ফিরবেন অভিনেত্রী।

Bengali serial