বৃহস্পতিবার মানেই টিআরপির দিন। বাংলা টেলিভিশনের পর্দায় চলা ধারাবাহিক গুলির সাপ্তাহিক ফল প্রকাশের দিন। আর তাই সমস্ত ধারাবাহিক প্রেমী মানুষেরই এই বিশেষ দিনের দিকে নজর থাকে। কোন ধারাবাহিক কত নাম্বার পেল আর কেই বা লড়াই থেকে হারিয়ে গেল নজর রাখতে হয় বৈকি!
তবে বলাই বাহুল্য, সাম্প্রতিক সময়ে বাংলার ধারাবাহিকের টিআরপি তালিকায় কোনও একটি বিশেষ ধারাবাহিকের দাপট দেখা যাচ্ছে এমনটা নয়। বিভিন্ন সময় বিভিন্ন ধারাবাহিক এসে জায়গা দখল করছে। একটা সময় টানা অনুরাগের ছোঁয়া এবং তারপর পরবর্তীতে জগদ্ধাত্রী জায়গা দখল করেছে। কিন্তু বর্তমানে একাধিক ধারাবাহিক শীর্ষস্থান দখলের লড়াইয়ে এগিয়ে রয়েছে।
উল্লেখ্য, এই শীর্ষস্থান দখলের লড়াইয়ে কখনও ফুলকি, কখনও নিম ফুলের মধু অথবা কথা, গীতারা জায়গা দখল করে নিচ্ছে। দুই সপ্তাহ আগে টিআরপিতে কামাল করেছিল স্টার জলসা। সবাইকে চমকে দিয়ে প্রথম স্থান অর্জন করেছিল কথা! কিন্তু গত সপ্তাহে আবার নিজের পুরনো স্থান উদ্ধার করে পর্ণা। টিআরপিতে প্রথম স্থান অর্জন করে নেয় সে। এরপর যথাক্রমে দ্বিতীয় স্থানে ছিল ফুলকি তৃতীয় স্থানে কথা চতুর্থ স্থানে যুগ্মভাবে কোন গোপনে মন ভেসেছে ও গীতা এলএলবি। বর্তমানে নামতে নামতে এখন পঞ্চম স্থানে গিয়ে পৌঁছেছে জগদ্ধাত্রী। কিন্তু এই সপ্তাহে কি হতে চলেছে?
আরও পড়ুন: পারিবারিক ভাঙন ঠেকাবে পরিচারিকা! পারিবারের গল্প নিয়ে আসছে ধারাবাহিক ‘বসু পরিবার!’ জুটিতে ফিরছেন শ্রীমা-সৌরজিৎ!
বলাই বাহুল্য, চলতি সপ্তাহেও টিআরপি তালিকায় বিরাট কোনও পরিবর্তন হয়নি। এই সপ্তাহেও সেরার স্থান দখলে রাখতে সফল হয়েছে পর্ণা। দ্বিতীয় স্থান ধরে রেখেছে ফুলকি। তৃতীয় স্থানে যুগ্মভাবে রয়েছে স্টার জলসার দুটি ধারাবাহিক কথা এবং গীতা এলএলবি। চতুর্থ স্থান দখলে রেখেছে শ্যামলী। আর পঞ্চম স্থানে গিয়ে পৌঁছেছে জগদ্ধাত্রী! চলুন তাহলে এক নজরে দেখে নেওয়া যাক চলতি সপ্তাহের টিআরপি তালিকা-
1st •• নিম ফুলের মধু ৭.৩
2nd •• ফুলকি ৬.৮
3rd •• কথা, গীতা LLB ৬.৬
4th •• কোন গোপনে ৬.৩
5th •• জগদ্ধাত্রী ৬.১