টলিউডের (Tollywood) জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র (Sreelelkha Mitra)। একাধিক কাজ করে বর্তমানে তিনি দর্শক মনে প্রতিষ্ঠিত। টলিউডে তিনি কাটিয়ে ফেলেছেন বহু বছর। অভিজ্ঞতা থেকে তিনি বলেন, ইন্ডাস্ট্রিতে ফেয়ার বলে কিছু হয় না। নিজের ব্যক্তিগত জীবন এবং কর্মজীবন নিয়ে সম্প্রতি মুখ খুলেছেন অভিনেত্রী।
নিয়মিত তাঁকে পর্দায় দেখা যায় না। যখন দেখা যায়, সেটাও বিরাট পরিসরের জন্য নয়। ইন্ডাস্ট্রি প্রচুর নতুন মুখের সঙ্গে কাজ করছে। তবু শ্রীলেখা মিত্রের মতো পুরনো শিল্পীরা ভালো কাজ করার অপেক্ষায়। এক সাক্ষাৎকারে অভিনেত্রী সরাসরি বললেন, ইনি ব্যস্ত হতে চান কিন্তু, তাঁকে ব্যস্ত হতে দেওয়া হয় না!
টলিউড ইন্ডাস্ট্রি নিয়ে কি মত অভিনেত্রী শ্রীলেখা মিত্রর?
ইন্ডাস্ট্রিতে বহু প্রবীণ শিল্পী শেষ জীবনে আর্থিক কষ্টের মধ্যে দিয়ে দিন কাটিয়েছেন। শ্রীলেখা তুলে ধরেন, স্বনামধন্য অভিনেত্রী গীতা দের কথা। যার বহু খ্যাতনামা ছবি। তবু তাঁর শেষ বয়স আর্থিক অনটনের মধ্যেই কেটেছিল। বিষয়টি ভাবায় শ্রীলেখাকে। অভিনেত্রী বলেন, তাঁর ক্ষমতার লোভ নেই। তিনি নিজেরটুকু নিয়ে ভালো আছেন।
সমস্ত বিষয় সক্রিয় মনোভাব প্রকাশ করেন তিনি। আর সেটাই কি প্রভাব ফেলছে তাঁর কাজে। খুব একটা ব্যস্ততা না থাকায় নিজের মতো করেই দিন কাটাচ্ছেন শ্রীলেখা মিত্র। তবুও তোষামোদ, তেল মারা, ইত্যাদি বিষয়গুলি এড়িয়ে চলেন অভিনেত্রী। তিনি আজ পর্যন্ত এগুলি করেননি বলেই জানান।
আরও পড়ুন: শ্বশুরবাড়িতে পা রেখেই কটাক্ষের মুখে রাই, ছেলের নতুন বউকে মুখের উপর অপমান করলো সোহিনী! জব্দ করল রাই
সাক্ষাৎকারে শ্রীলেখা বলেন, তাঁকে যারা কাজে নিতে চায়, আমি এমনি গিয়ে কাজ করেন। তবে ইন্ডাস্ট্রি নিয়ে তাঁর বক্তব্য, ‘ইয়েস ম্যানশীপ’টা কমাতে হবে। আর তাবেদারি, তেল মারামারি, ক্ষমতায় যারা আছেন তাঁদের তোষামোদ করা, এগুলো কমিয়ে কাজে মন দিতে হবে। ছবির পরিচালকরা যোগ্যদের জায়গা দিক এটাই চান তিনি।