ধারাবাহিকপ্রেমীদের জন্য দুসংবাদ! হঠাৎ বন্ধ হচ্ছে জলসার জনপ্রিয় ধারাবাহিক

টিআরপি (Trp) কম হলেই দুমদাম বন্ধ হচ্ছে বাংলা সিরিয়াল (Bengali Serial)। চ্যানেল কর্তৃপক্ষের একটাই চাহিদা। টিআরপি তালিকায় প্রথম পাঁচে স্থান। স্টার জলসা (Star Jalsha) হোক বা জি বাংলা (Zee Bangla) সব বাংলা বিনোদন চ্যানেলে এক চিত্র। মাত্র তিন মাস সম্প্রচারের পরও বন্ধ হচ্ছে অনেক ধারাবাহিক।

কয়েকদিন আগেই টিআরপির কারণে শেষ হয়েছে ধারাবাহিকের সম্প্রচার। আজকাল যদিও বেশির ভাগ সিরিয়ালের মেয়াদ মাস আটেক। তবে এবার স্টার জলসার দর্শকদের জন্য সুখবর। আসছে আরও একটি নতুন ধারাবাহিক।

বন্ধের মুখে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক

ধারাবাহিকের গল্প অনুযায়ী, সামনে আসছে হেমঙ্গিনীর আসল সত্যি। আলাপের মনে পড়ছে অতীতের কথা। শেষের দিকে এগিয়ে চলছে গল্পের ট্র্যাক। তাই এবার বন্ধ হয়ে যাবে জলসার চিনি ধারাবাহিক। তবে শেষদিনের শুটিং কবে? কবে সম্প্রচারিত হবে শেষ পর্ব তা এখনও জানা যায়নি।

প্রসঙ্গত, চলতি বছরের গোড়ার দিকে শুরু হয়েছিল চিনি। পুনর্জন্মের ইতিহাস নিয়ে ধারাবাহিকের গল্পটি নির্মিত। ‘চিনি’ ধারাবাহিকের নায়িকা চিনি একজন জাতিস্মর। মাঝেমধ্যেই তাঁর মনে পড়ে যায় আগের জন্মের ভয়াবহ স্মৃতি।

আরো পড়ুন: সুধার কামাল! জোৎস্নার কীর্তি ফাঁস করে ঠাম্মিকে বলে দেবে সুধা!

এই জন্মে প্রেম ও প্রতিজ্ঞার পাশাপাশি প্রতিশোধের আগুন জ্বালাতে ফিরে এসেছিল সে। প্রথম দিন থেকেই দর্শক মহলে সাড়া ফেলেছিল ধারাবাহিকটি। শেষমেশ চিনি কি পারবে আগের জন্মের প্রতিশোধ পূরণ করতে? উত্তর মিলবে আগামী পর্বে।

You cannot copy content of this page