অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে নতুন জন্ম পেয়েছে রাই! আর অন্যায় বরদাস্ত নয়! অনির্বাণকে নিয়ে বড় সিদ্ধান্ত নিল সে, নতুন প্রোমোতে টান টান চমক

ছোটবেলা থেকেই কার্যত আমাদের সমাজের প্রত্যেকটা মেয়েকে মেনে নিতে এবং মানিয়ে নিতে শেখানো হয়। বিশেষ করে শ্বশুরবাড়িতে মেয়েদের মানিয়ে নিতেই হবে। স্বামী কিংবা শ্বশুরবাড়ির সদস্যরা যতই অন্যায় করুক না কেন মুখ ফুটে কিছু বলা যাবে না। মায়েরাই বিশেষ করে এমন শিক্ষা দেন মেয়েদের। কিন্তু এমনটা আর কতদিন? সত্যিই কি এভাবে সমস্যার সমাধান হয়? মেয়েদের জন্য এই বাঁধাধরা ছক ভাঙলেন জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠিঝোরা’র (Mithijhora) নায়িকা রাইপূর্ণা।

দর্শকরা বলছেন, এই সিরিয়ালের প্লটে বর্তমান সমাজকে তুলে ধরা হচ্ছে। আজও শ্বশুরবাড়িতে যে কোনও কিছু সমস্যা হলে মেয়েটিকেই দায়ী করা হয়। যেন মানিয়ে নেওয়ার দায়িত্ব তার শুধু একার। আর এই ধারণার ফলেই বধূ নির্যাতন হয়। বধূ নির্যাতন এখনো সমাজের গুরুতর একটি সমস্যা। যার জন্য পরোক্ষে মেয়ের মা-বাবারাও দায়ী।

mithijhora new promo video

প্রকাশ্যে মিঠিঝোরার নতুন প্রচার ঝলক

জি-বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠিঝোরা’র নতুন প্রোমো এসেছে। নয়া এই প্রোমো দেখে খুশি হয়ে দর্শকমহল। অনেকদিন ধরেই সমাজমাধ্যমে ধারাবাহিকপ্রেমীরা দাবি জানিয়েছিলেন নতুন প্রোমো আনার। অবশেষে দর্শকের অনুরোধ রাখলেন নির্মাতারা।

ধারাবাহিকের নতুন প্রোমোতে দেখা গেল, ক্যান্সার থেকে বেঁচে ফিরেছে রাই। তবে সে হুইল চেয়ারে বসে। হাসপাতাল থেকে বেড়ানোর সময় অনির্বাণ এসে রাইকে তার সঙ্গে যাওয়ার জন্য অনুরোধ করে। তবে আর নয়। অনেক হয়েছে। এবার ঘুরে দাঁড়াবে রাই। রাই বলে দেয় এরপর সে আর কোনও অন্যায় মুখ বুজে সহ্য করবে না৷ রাইয়ের কথা শুনে সবাই অবাক হয়ে যায়৷

Zee Bangla Mithijhora Serial boumoni became the mother of Rai

আরও পড়ুনঃ আবারও নারী নিগ্রহের অভিযোগে বিদ্ধ পরিচালক অরিন্দম শীল! পাঠানো হল আইনি নোটিস

অনির্বাণকে এই স্পষ্ট কথাটি জানিয়ে হুইলচেয়ার টেনে এগিয়ে নিয়ে যায়৷ এবার থেকে নিজের জীবনের সিদ্ধান্ত সে নিজেই নেবে রাই। আর এই প্রোমোটি দেওয়ার পর থেকে দর্শকমহলে বেশ আলোড়ন পড়েছে। প্রোমোটি দেখে বেশ খুশি দর্শক মহল৷