‘দুই শালিকে’ টানটান উ’ত্তেজনা! পি.আর.কে-র গাড়ির সামনে পড়ল‌ আঁখি, বুদ্ধি করে কেল্লাফতে করল ‌ঝিলিক

স্টার জলসার ( Star Jalsha ) জনপ্রিয় ধারাবাহিক ‘দুই শালিক’ ( Dui Shalik )এখন টিআরপি তালিকায় নিজের জায়গা করে নিচ্ছে। দুটি যমজ বোনের গল্প নিয়ে তৈরি এই ধারাবাহিকটি একাধিক টুইস্ট আর নাটকীয় ঘটনায় ভরপুর। এই মুহূর্তে গল্পে দেখা যাচ্ছে, ঝিলিক ও আঁখি দুজনেই এক সাথে দুটি আলাদা সমস্যায় জড়িয়ে পড়েছে। একজনের ওপর চাপানো হয়েছে বাসন মাজার দায়িত্ব, অন্যজনের ওপর চাঁদা তোলার কাজ। তবে মজার ব্যাপার হল, তারা দুজনেই নিজেদের দায়িত্ব সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ। ফলে শুরু থেকেই মজার পরিস্থিতি তৈরি হচ্ছে।

দুই শালিক আজকের পর্ব ৫ নভেম্বর (Dui Shalik Today Episode 5 November)

আজকের পর্বে দেখা যায়, বাসন মাজার জন্য গৌরবের মা ঝিলিককে তেঁতুল এনে দিয়েছে। তবে ঝিলিকের জন্য এই কাজটা মোটেই সহজ নয়। বাসন মাজার আগে নিজেকে গরম করার জন্য সে একটু ব্যায়াম করছিল। এমন সময়ে সেখানে হাজির হয় রাইমার দাদা হরিপদ। ঝিলিককে দেখে মুগ্ধ হয়ে তাকে পটানোর জন্য হরিপদ নানা মিথ্যে কথা বলতে থাকে। তবে ঝিলিক ঠিক বুঝে যায়, হরিপদকে দিয়ে কাজ করিয়ে নেওয়া সম্ভব। তাই কথার জালে ফাঁসিয়ে তাকে দিয়ে বাসন মাজানোর দায়িত্ব দেয়।

Star Jalsha, Dui Shalik, Tollywood, Bengali Serial, Television, স্টার জলসা, দুই শালিক

ঝিলিকের ফাঁদে পা দিয়ে হরিপদ বাসন মাজতে শুরু করে। ঠিক তখনই সেখানে উপস্থিত হয় রাইমা এবং তার এই কান্ড দেখে ভীষণ রেগে যায়। ঝিলিক রাইমাকে বলে যে সে কিছুই করেনি। সবটাই হরিপদ নিজে নিজেই করছে। ঝিলিকের এই কথার মধ্যে দিয়েই দর্শকরা বুঝতে পারছেন, তার চালাকির সাথে কতটা মজাদার ঘটনা ঘটতে চলেছে। রাইমা এবং হরিপদের এই ছোটো ছোটো মজার দৃশ্য ধারাবাহিকের মধ্যে মজার হালকা মেজাজ যোগ করেছে।

অন্যদিকে আঁখির কাজও কম নয়। তাকে চাঁদা তোলার জন্য পাঠানো হয়েছে, কিন্তু পরিস্থিতি তার জন্য মোটেই সহজ নয়। এলাকাবাসী কেউই চাঁদা দিতে চায় না, আর আঁখির এত জোরালো গলা নেই যে সবাইকে রাজি করাবে। সে সবাইকে বলে, যার যেমন সামর্থ্য তেমনই যেন চাঁদা দেয়। কিন্তু এতেও পর্যাপ্ত টাকা উঠে আসে না। এমন সময় সেখানে উপস্থিত হয় দেবা। আঁখির ব্যর্থতায় অবাক হয়ে যায় সে।

আরও পড়ুন: ধুন্ধুমার এপিসোড! সুব্রতকে গ্রে’ফতার করালো রাঙা, অসুস্থ রাঙার প্রতি যত্ন বাড়ছে আক্কুর

দেবার সাথে আলোচনার পর, আঁখির মাথায় আসে একটি নতুন বুদ্ধি। ঠিক তখনই দূর থেকে সে পি.আর.কে-র গাড়ি দেখতে পায় এবং তৎক্ষণাৎ লুকিয়ে পড়ে। পি.আর.কে চলে গেলে আঁখি বেরিয়ে আসে এবং নতুন কৌশলে চাঁদা তোলার পরিকল্পনা করে। ঝিলিক-আঁখির এই নতুন উপায় দর্শকদের মধ্যে কৌতূহল জাগিয়ে তুলেছে, যা ধারাবাহিককে নতুন রঙ দিচ্ছে।