টলমল আদির বিশ্বাস! আনন্দীর বিরুদ্ধে বড় অভিযোগ, তবে কি এবার দুজনের সম্পর্কে অবনতি?

জি বাংলার ( Zee Bangla ) জনপ্রিয় ধারাবাহিক ‘আনন্দী’ ( Anondi )শুরু হওয়ার কিছুদিনের মধ্যেই দর্শকদের মনের কাছাকাছি পৌঁছে গেছে। গৃহবধূ থেকে কলেজ পড়ুয়া, সকলের মনোরঞ্জন করছে এই গল্প। তবে সম্প্রতি ধারাবাহিকের গল্প এমন একটি জায়গায় পৌঁছেছে, যেখানে বিশ্বাস আর অবিশ্বাসের দোলাচলে নায়ক-নায়িকা এক কঠিন পরীক্ষার মুখোমুখি। বাস দুর্ঘটনার পর আনন্দীকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আর এই ঘটনাকে কেন্দ্র করে লাহিড়ী বাড়িতে একের পর এক ঝড় বয়ে যাচ্ছে।

আনন্দীর দাদা ও বৌদি আদিকে ফাঁসানোর জন্য তাকে মিথ্যে অভিযোগে জড়িয়ে দেয়। এর ফলস্বরূপ আদিকে জেলে যেতে হয়, যদিও তিতির তাকে বেল করিয়ে আনে। অন্যদিকে, বাড়ির সদস্যরা আনন্দীর বিরুদ্ধে নানা অভিযোগ তুলতে থাকে। কিন্তু আদি একেবারে বিশ্বাস করতে রাজি নয় যে আনন্দী এমন কোনো অন্যায় কাজ করতে পারে।

Anandi

আনন্দী আজকের পর্ব ১৭ নভেম্বর (Anondi Today Episode 17 November)

আজকের পর্বে দেখা যাবে, লাহিড়ী বাড়ির সদস্যরা আদিকে ক্রমাগত বোঝাতে থাকে যে আনন্দী তাদের পরিবারের সুনাম নষ্ট করার চক্রান্ত করছে। তিতিরও আদিকে আনন্দীর থেকে দূরে রাখার চেষ্টা চালিয়ে যায়। তবে আদি নিজের মনে আনন্দীর যত্নশীল এবং দায়িত্বশীল আচরণের কথা বারবার মনে করতে থাকে। তার বিশ্বাস, আনন্দী কোনো অন্যায়ে জড়াতে পারে না।

এদিকে, টিভিতে আদির বিরুদ্ধে মেয়ে পাচারের অভিযোগ সম্প্রচারিত হয়। আনন্দীর দাদা নাটক করে নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করে। এসব দেখে বিজয়া কান্নায় ভেঙে পড়ে এবং আনন্দীর প্রতি তার বিশ্বাস অটুট থাকে। তবে পাড়ার লোকজন লাহিড়ী বাড়িতে এসে অপমানজনক আচরণ শুরু করে। আদির অনেক বোঝানোর পর তারা সেখান থেকে চলে গেলেও, বাড়ির পরিবেশ আরও উত্তপ্ত হয়ে ওঠে।

আরও পড়ুনঃ আসল সত্যির উপর থেকে পর্দাফাঁস! রাজারামকে ফাঁকি দেওয়া গেল না, হাতেনাতে ধরা পড়ল রোদ্দুর-ময়না

শেষমেশ, অনিরুদ্ধ সিদ্ধান্ত নেয় থানায় গিয়ে আনন্দীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করার। আদিকে সেই দায়িত্ব নিতে বলা হয়, আর আদিও বাধ্য হয়ে সম্মতি জানায়। এখন দেখার বিষয়, আদির এই সিদ্ধান্ত কি তার আনন্দীর প্রতি বিশ্বাস নষ্ট করে দেবে, নাকি পরবর্তী পর্বে সমস্ত সত্যি প্রকাশিত হবে? দর্শকরা অপেক্ষায় আছেন আরও চমকপ্রদ ঘটনার জন্য।