ফাঁদে পা দিলেন নবারুণ! ফের রাঙার সংসারে বি’পদের ডঙ্কা, কী রাঙা-একলব্যের জীবনে?

Rangamoti Tirandaj Today Episode: স্টার জলসার ( Star Jalsha ) জনপ্রিয় ধারাবাহিক ‘রাঙামতি তিরন্দাজ’ ( Rangamoti Tirandaj )। এই মুহূর্তে জমে উঠেছে ধারাবাহিকের পর্ব। এদিনের পর্বে দেখা যায়, রাঙামতি ও একলব্যের পার্টিতে যাওয়ার জন্য একেবারে তৈরি। কিন্তু রাঙামতি জানে সে একলব্যের সঙ্গে পার্টিতে যাচ্ছে না। আসলে যাচ্ছে আহেরি। তবে বেরোনোর সময় রাঙাকে দেখে থমকে যায় নায়ক। নয়া সাজে নজর কেড়েছে রাঙা।

রাঙামতি তিরন্দাজ আজকের পর্ব ৫ ডিসেম্বর (Rangamoti Tirandaj Today Episode 5 December)

এদিকে মেয়ের সম্মান নিয়ে ছিনিমিনি হয়ে চলেছে দেখে অস্থির হয়ে উঠেছে আহেরির মা। কিন্তু আহেরি নিজের সিদ্ধান্তে অনড় থাকে। সে মাকে সাফ জানায়, সে একলব্যের পাশে থাকবে। কারণ সে জানে তার বয়ফ্রেন্ড কোন পরিস্থিতিতে আছে। তাই একলব্যের নামে কোনও রকম কেসকামারি করার জন্য রাজি হয় না।

Rangamoti Tirandaj, Bengali Serial, Star Jalsha, Rangamoti Tirandaj Today Episode, Rangamoti Tirandaj Today Episode 1 December, রাঙামতি আজকের পর্ব ১ ডিসেম্বর, রাঙামতি তিরন্দাজ আজকের পর্ব, রাঙামতি তিরন্দাজ, বাংলা সিরিয়াল, স্টার জলসা

এসবের মধ্যেই আরও এক উটকো বিপদ এসে হাজির। রাঙামতিকে বাড়ি থেকে তাড়ানোর জন্য চলছে যারপরনাই চেষ্টা। বৃন্দা ও নয়না কোমর বেঁধে নেমেছে। এমনকি নয়নার বরও এবার সমর্থন করতে লেগেছে। সব্য ভালো মানুষ। সে সাতেপাঁচে থাকে না। তবে বৃন্দা এবার তাকেও ভিড়াচ্ছে।

এদিন টিচার দিদিমণি, রাঙা আর একলব্য চলে গেলে দমকা কান্নায় বাবার কাছে ভেঙে পড়ে সব্য। বলে তার ব্যবসায় অনেক টাকা ঋণ হয়ে গেছে। তাই ঋণের শোধ না দিতে পারলে রীতিমতো পথে বসতে হবে। অপরদিকে, তখনই ঘরের ভিতর ঢোকে ছোট ছেলে।

আরও পড়ুনঃ শুভশ্রীর পর এবার রুক্মিণীর সঙ্গেও কি প্রেম ভাঙছে দেবের? নায়ককে আনফলো করলেন নায়িকা! কেন এই দূরত্ব?

নতুন বাহানা জুড়ে বসে সে। বলে, তার নাকি তার টিউমারের অপারেশনের জন্য টাকা লাগবে। কিন্তু তার কথাটা পাঁচ কান হলে তার চাকরি চলে যাবে। নবারুণ সেই ফাঁদে পা দেয়। কথা দেয় দুই ছেলের নামে চার, সাড়ে চার লক্ষ টাকা করে দিয়ে দেবেন তিনি।