স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল রাঙামতি তীরন্দাজ (Rangamati Tirandaj)। এই ধারাবাহিকের অন্যতম প্রধান অভিনেত্রী অসুস্থতার কারণে শুটিং করতে পারছেন না। গত পাঁচ দিন ধরে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, এবং অসুস্থতা এমন পর্যায়ে পৌঁছেছে যে, তাকে সম্ভবত তার ধারাবাহিক থেকে সরে দাঁড়াতে হবে। অভিনেত্রী হঠাৎই শুটিং ফ্লোরে অসুস্থ হয়ে পড়েন, তারপর তড়িঘড়ি তাকে দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে ভর্তি করা হয়। এই সময়ে তার জরায়ুর সমস্যায় চিকিৎসা চলছে, যা তার শুটিংয়ে প্রভাব ফেলেছে।
অসুস্থ হয়ে পড়লেন ‘রাঙামতি’ ধারাবাহিকের অভিনেত্রী!
অসুস্থতার কারণে শুটিং বন্ধ রাখা হয়েছে রাঙামতি সিরিয়ালের অন্যতম প্রধান অভিনেত্রীর। অভিনেত্রী জানিয়েছেন, ‘‘এখন আগের থেকে অনেকটাই ভাল আছি। কিন্তু রক্তক্ষরণের জন্য দুর্বল হয়ে পড়েছি। চিকিৎসকরা জানিয়েছেন আরও কয়েক দিন আমাকে হাসপাতালে থাকতে হবে।’’ তার এই অবস্থা সত্যিই হতাশাজনক, কারণ তার জন্য প্রতিদিন শুটিংয়ের চাপ রয়েছে এবং দর্শকরা তার উপস্থিতি মিস করছেন।
ধারাবাহিকের নির্মাতারা অভিনেত্রীর অনুপস্থিতির ফলে নতুন কাউকে খোঁজার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি জানিয়েছেন, “কিছু করার নেই। আমি প্রযোজককে জানিয়ে দিয়েছি। আমার জায়গায় নতুন কে আসবে তা জানি না।” এমন পরিস্থিতি অভিনেত্রীর জন্য খুবই কঠিন, কারণ তার চরিত্রটি অনেক কষ্টে তৈরি এবং তার পরিবর্তে নতুন কাউকে মানিয়ে নেওয়া কঠিন হবে।
অভিনেত্রী মাধুরিমা চক্রবর্তী বর্তমানে ‘রাঙামতি তীরন্দাজ’ ধারাবাহিকে বৃন্দা চরিত্রে অভিনয় করছেন। প্রতিটি টেলিভিশন ধারাবাহিকে খল চরিত্রের অভিনয় করার জন্য অভিনেতার প্রতি দর্শকদের প্রত্যাশা থাকে, এবং মাধুরিমা জানিয়েছেন, ‘‘অসুস্থ হয়ে শুটিং থেকে ছুটি নেওয়া খুবই খারাপ লাগছে। আসলে চরিত্র তৈরি করতে অনেক পরিশ্রম করতে হয়। তার পরিবর্তে নতুন কাউকে কেমন অভিনয় করতে দেখা যাবে, সেই চিন্তা আমাকে তাড়িয়ে বেড়াচ্ছে।’’
আরও পড়ুন: ‘কুসুম দোলার’ পর ফের প্রধান চরিত্রে! লীনা গাঙ্গুলীর নতুন ধারাবাহিকে নায়িকা হয়ে ফিরছেন অপরাজিতা ঘোষ
তবে, মাধুরিমা জানান, তার ভক্তরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তার দ্রুত আরোগ্যের জন্য শুভকামনা জানাচ্ছেন। তিনি দ্রুত সুস্থ হয়ে ফিরে এসে অভিনয়ে আবার ফিরে আসার জন্য মুখিয়ে আছেন। দর্শকরা তাকে আবার পর্দায় দেখতে উদগ্রীব, এবং সবাই তার সুস্থতা কামনা করছেন।