‘দেবকে নিয়ে অনেক সমস্যা ছিল, ও একদম দেবকে…’ দেবের সঙ্গে হিরণের দ্বন্দ্ব প্রকাশ্যে আনলেন প্রথম স্ত্রী অনিন্দিতা! দেবের সাফল্যেই সমস্যা? অভিনয় থেকে কেন সরে গিয়েছিলেন হিরণ?

কলকাতার বিনোদন জগতে সাম্প্রতিক দিনে একাধিক আলোচনার কেন্দ্রবিন্দু হয়েছেন বিজেপি বিধায়ক ও প্রাক্তন অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়। গত মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে হিরণের চট্টোপাধ্যায়ের দ্বিতীয় বিয়ের ছবি, যা বেনারসের ঘাটে সিনেম্যাটিক কায়দায় অনুষ্ঠিত হয়েছে। ২১ বছরের মডেল-অভিনেত্রী হৃতিকা গিরির সঙ্গে এই বিবাহ যেন নতুন মাত্রা যোগ করেছে হিরণ চট্টোপাধ্যায়ের ব্যক্তিগত ও পেশাগত জীবনের বিতর্কের ধারায়।

হিরণ চট্টোপাধ্যায়ের দীর্ঘ ২৫ বছরের স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায় স্পষ্ট করেছেন, এই দ্বিতীয় বিয়ের খবর জানতে পেরে তিনি মানসিকভাবে ভীষণভাবে আহত হয়েছেন। অনিন্দিতা সমাজমাধ্যমে এবং সংবাদমাধ্যমে সাক্ষাৎকারে বলেছেন, “প্রতি সেকেন্ডেই মনে হচ্ছে, আমি কতটা খারাপ মানুষের সঙ্গে দীর্ঘ জীবন কাটিয়েছি।”

অনিন্দিতা জানান, হৃতিকার সঙ্গে হিরণের সম্পর্কের আঁচ তিনি আগে থেকেই পেয়েছিলেন। তবে তখন হৃতিকা ছিলেন হিরণের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, তাই বেশি কিছু বলার সুযোগ বা পরিস্থিতি ছিল না। তবু অনিন্দিতার চোখে সেই সম্পর্কের সূচনা কিছুটা সন্দেহজনক মনে হয়েছিল।

অনিন্দিতা আরও জানিয়েছেন, হিরণ বিনোদন জগৎ ছেড়ে রাজনীতির দিকে মনোনিবেশ করার সিদ্ধান্ত নেন। সেই সময় হিরণ চট্টোপাধ্যায়ের সিনেমার অফারও কমতে থাকে। এছাড়াও হিরণ প্রাথমিক সময়ে বেশ কয়েকটি সিনেমায় ব্যর্থ হন, যা দেবের তুলনায় হিরণের মধ্যে হতাশা এবং হিংসার অনুভূতি সৃষ্টি করেছিল।

আরও পড়ুন: ‘আমার মনে হয় ফটোশুট…’ সবটাই পাবলিসিটি? ভক্তদের চমকে দিতে ফটোশুট? হিরণ চ্যাটার্জির দ্বিতীয় বিয়ে নিয়ে মুখ খুললেন রুদ্রনীল ঘোষ! ‘একজন প্রাপ্তবয়স্ক নাগরিক হিসেবে যে কেউ বিয়ে করতেই পারেন’, প্রথম বউয়ের উপস্থিতিতে দ্বিতীয় বিয়েকে সমর্থন বিজেপি নেতার?

অনিন্দিতা উল্লেখ করেন, দেব ও হিরণ একসাথে বিনোদন জগতে শুরু করেছিলেন। দেবের সিনেমা সফল হওয়ায় হিরণের মধ্যে প্রাথমিক সময়ে হিংসা ও ডিপ্রেশনের মতো অনুভূতি জন্ম নিয়েছিল। তবে হিরণের রাজনৈতিক ক্যারিয়ার এই পরিস্থিতিকে নতুন মাত্রা দিয়েছে। এর মধ্যেই হিরণের দ্বিতীয় বিয়ে অনিন্দিতার জীবনে মানসিক চাপে আরও তীব্রতা এনেছে।

You cannot copy content of this page