গত কয়েক মাস ধরে গায়ক কুমার শানুকে ঘিরে বিতর্ক চলছিল। তাঁর প্রাক্তন স্ত্রী রিতা ভট্টাচার্য একের পর এক সাক্ষাৎকারে গায়কের বিরুদ্ধে নানা অভিযোগ তুলেছিলেন। সেই সব মন্তব্যে নিজের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে বলে দাবি করেন শানু।
রীতার অভিযোগ ছিল, অন্তঃসত্ত্বা অবস্থায় তিনি মানসিক ও সামাজিক চাপে ছিলেন। পাশাপাশি গায়কের বিরুদ্ধে পরকীয়ার কথাও প্রকাশ্যে আনেন তিনি। এই সব বক্তব্য সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়তেই বিষয়টি আরও জটিল হয়ে ওঠে।
এর পরেই কুমার শানু প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে ৫০ কোটি টাকার মানহানির মামলা করেন। তাঁর দাবি ছিল, প্রকাশিত সাক্ষাৎকারগুলি মিথ্যা এবং তা তাঁর সম্মান ও পেশাগত জীবনে ক্ষতি করেছে। আদালতে শানুর আইনজীবী জানান, এতে আর্থিক ক্ষতির পাশাপাশি মানসিক বিপর্যস্ততাও তৈরি হয়েছে।
শুনানির পরে আদালত জানায়, রীতা ভট্টাচার্য যেন গায়ককে নিয়ে আর কোনও কুমন্তব্য না করেন। পাশাপাশি আদালত নির্দেশ দেয়, শানুকে নিয়ে বিতর্কিত বক্তব্য ছড়ানো বন্ধ রাখতে হবে। এই নির্দেশে স্পষ্ট, মামলায় গায়কের পক্ষেই রায় গেল।
আরও পড়ুনঃ ‘শীতের সকাল নাকি অন্য ইঙ্গিত?’ ‘ন*গ্নতা দেখিয়ে লাইমলাইটে আসা কি খুব দরকার?’ চাদর জড়ানো ভাইরাল ছবি ঘিরে নেটপাড়ায় তোপের মুখে, ছোটপর্দার অভিনেত্রী সৌমি চক্রবর্তী!
এরই মধ্যে পুরনো এক বিতর্কও নতুন করে আলোচনায় আসে। অভিনেত্রী কুনিকা সদানন্দ এক সময় বিগ বস-এ গিয়ে কুমার শানুর সঙ্গে নিজের বিবাহবহির্ভূত সম্পর্কের কথা বলেছিলেন। সেই প্রসঙ্গ টেনে রীতা অতীতের অভিজ্ঞতার কথা বলেন, যা আবার নতুন করে বিতর্ক উসকে দেয়।






