টিআরপিতে সমানে সমানে টক্কর জি বাংলা-জলসার! কামাল করল কথা, গীতা, রাঙা! দারুণ শুরু গৃহ প্রবেশের

বাংলা ধারাবাহিকগুলির মানদন্ড হচ্ছে এখন টিআরপি তালিকা। না, ধারাবাহিকের গল্প, চরিত্র, অভিনেতা-অভিনেত্রীদের অভিনয় এখন ততটা বিচার্য বিষয় নয়, যতটা বাংলা ধারাবাহিকে এখন টিআরপির রমরমা। বলাই বাহুল্য এখন যে সমস্ত দর্শকরা বাংলা ধারাবাহিক ভালোবাসেন তারা প্রত্যেকেই প্রায় টিআরপি নামক শব্দটির সঙ্গে ভীষণ রকম ভাবে অবহিত।

টিআরপি তালিকায় ভালো ফল করার চাপ প্রত্যেকটি ধারাবাহিকের উপর থাকে। ভালো ফল না করলেই বিদায়ের সম্ভাবনা নিশ্চিত। আর সেই জন্যই এখন প্রত্যেকটি ধারাবাহিকের মধ্যে চলতে থাকে নিরন্তর লড়াই। শ্রেষ্ঠ হওয়ার লড়াই। চ্যানেলের চ্যানেলেও এখন চলে দারুন প্রতিযোগিতা।

উল্লেখ্য, প্রতি সপ্তাহের বৃহস্পতিবার টিআরপি তালিকা প্রকাশিত হয়। কোন কোন ধারাবাহিক এই মুহূর্তে দারুণভাবে দর্শকদের মন কাড়তে সক্ষম হয়েছে তার‌ই ফল প্রকাশ পায়‌। প্রথম পাঁচ এবং দশ ধারাবাহিকের মধ্যে কত পয়েন্টের পার্থক্য রয়েছে সবকিছুর খুঁটিনাটি বিচার্হয বিষয় হয়ে ওঠে। জলসা না জি কার ধারাবাহিক কত নম্বর পেল কোন স্থান পেল সেটাই মূল বিষয়।

যদিও চলতি সপ্তাহেও কামাল করে দিল স্টার জলসা। এই সপ্তাহে টিআরপি তালিকায় রীতিমতো কামাল করে দিয়েছে স্টার জলসার একাধিক ধারাবাহিক। এই সপ্তাহেও শীর্ষস্থান ছিনিয়ে নিয়েছে কথা। গীতা, উড়ান, রাঙামতি, গৃহ প্রবেশ একাধিক ধারাবাহিক জায়গা করে নিয়েছে প্রথম পাঁচে। পিছিয়ে নেই জি বাংলাও। জগদ্ধাত্রী, ফুলকি, পরিণীতা, কোন গোপনে মন ভেসেছে একাধিক ধারাবাহিক জায়গা পেয়েছে প্রথম পাঁচে। যদিও গল্প বদলেও প‌্রথম পাঁচের বাইরে নিম ফুলের মধু।

চলুন দেখে নেওয়া যাক চলতি সপ্তাহের টিআরপি তালিকা

প্রথম – কথা 7.5
দ্বিতীয় – ফুলকি/উড়ান/গীতা LLB/পরিণীতা 7.0
তৃতীয় – আনন্দী/জগদ্ধাত্রী 6.8
চতুর্থ – রাঙামতি/কোন গোপনে 6.7
পঞ্চম – গৃহপ্রবেশ 6.4