“আমার স্কার্টের তলায় হাত…” কাজের নামে নোংরা ব্যবহার করে হৃত্বিকের কাকা! বিস্ফোরক অভিযোগ লগ্নজিতার

কাস্টিং কাউচ নিয়ে বারবার সরব হয়েছে বিনোদন জগৎ। এবার সেই তালিকায় নাম জুড়ল জনপ্রিয় সঙ্গীতশিল্পী লগ্নজিতা চক্রবর্তীর (Lagnajita Chakraborty)। সম্প্রতি এক পডকাস্ট অনুষ্ঠানে এসে তিনি মুম্বই ইন্ডাস্ট্রিতে তাঁর অভিজ্ঞতার কথা প্রকাশ করেন। লগ্নজিতার মতে, কাজের সুযোগের খোঁজে একসময় তাঁকে পড়তে হয়েছিল ভয়ংকর এক পরিস্থিতিতে। রাজেশ রোশন, যিনি হৃত্বিক রোশনের কাকা এবং মুম্বইয়ের এক প্রখ্যাত সঙ্গীত পরিচালক, তাঁর বিরুদ্ধেই তোলা হয়েছে এই গুরুতর অভিযোগ।

ভয়ংকর অভিযোগ তুললেন লগ্নজিতা!

লগ্নজিতা জানিয়েছেন, রাজেশ রোশনের সঙ্গে গান নিয়ে কথা বলতে তাঁর বাড়িতে গিয়েছিলেন তিনি। কাজের বিষয়ে আলাপচারিতার মাঝেই ঘটে যায় এই ঘটনা। লগ্নজিতার ভাষায়, “আমি স্কার্ট পরে ছিলাম। তিনি আমার পাশে এসে বসেন এবং হঠাৎই আমার স্কার্টের ভেতরে হাত ঢুকিয়ে দেন। এতটাই অপমানিত বোধ করেছিলাম যে কিছুই বুঝে উঠতে পারিনি।” এই অভিজ্ঞতা তাঁকে মানসিকভাবে ভেঙে দেয়।

মুম্বইয়ের মতো জায়গায় কাজের জন্য প্রতিযোগিতা খুবই কঠিন। লগ্নজিতা বলেন, “সবাই মুম্বইয়ে কাজ করার স্বপ্ন দেখে। কিন্তু এমন অভিজ্ঞতা মানুষের স্বপ্নকে শেষ করে দেয়।” ইন্ডাস্ট্রির অনেকেই মুখ খুলতে সাহস পান না, কারণ তাঁরা জানেন এতে ভবিষ্যতে কাজ পাওয়া আরও কঠিন হয়ে যায়। তবুও লগ্নজিতা এই বিষয়ে সরব হয়ে সাহসিকতার পরিচয় দিয়েছেন।

কাস্টিং কাউচের মতো ঘটনা বিনোদন দুনিয়ার এক অন্ধকার দিক। লগ্নজিতার অভিজ্ঞতা শুনে অনেকেই আবার এই বিষয়ে আলোচনা শুরু করেছেন। ইন্ডাস্ট্রির এমন ঘটনার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলে মনে করছেন অনেকে।

আরও পড়ুন: ঝিলিকের বুদ্ধিতে বাঁচল আঁখি, পিআর-এর ষড়যন্ত্র এবার ফাঁসের পথে, ধুমতানানা পর্ব দুই শালিকে

লগ্নজিতার অভিযোগ প্রমাণিত হলে এটি বিনোদন জগতে বড়সড় বিতর্কের সৃষ্টি করবে। তবে কবে এই ধরনের পরিস্থিতি থেকে শিল্পীরা মুক্তি পাবেন, তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। শিল্পীদের জন্য আরও নিরাপদ কাজের পরিবেশ গড়ে তোলার দাবি ক্রমশ জোরালো হচ্ছে।