টলিউড (Tollywood) জগতের স্বর্ণযুগের অনেক চেনা-পরিচিত মুখের মাঝে অন্যতম উল্লেখযোগ্য অভিনেত্রী কল্যাণী মন্ডল (Kalyani Mandal)। বর্তমানে এই অভিনেত্রী জি বাংলার জনপ্রিয় ‘আনন্দী’ ধারাবাহিকে দেখতে পাওয়া যাচ্ছে।
আজকালকার দিনে গ্লামার্স ওয়ার্ল্ড বলতেই এক ঝলকেই যে পেশার কথা সাধারণ মানুষের মাথায়, তাহলে রংচঙে-ঝলমলে বিনোদনের দুনিয়া। বিনোদন দুনিয়া মানেই আগাগোড়াই গুঞ্জন সর্বদা বিদ্যমান ইন্ডাস্ট্রির চারিদিকে, তা বলিউড হোক কিংবা টলিউড, বড় পর্দা হোক কিংবা ছোট পর্দা। আবার, তারকাদের প্রেম জীবন থেকে শুরু করে ব্যক্তিগত জীবনের নানান খুঁটিনাটি বিষয় নিয়ে দিনের পর দিন চলতে থাকে ভিন্ন মুচমুচে গসিপ। যা কিনা সাধারণ মানুষদের বরাবরই মনোরঞ্জন করে থাকে।
কিন্তু, তারকাদের জীবনে এমন কিছু সময় আসে কিংবা এমন কিছু ঘটনা ঘটে যা কিনা সাধারণ মানুষদের মনোরঞ্জন করলেও তাদের জীবনে বয়ে যায় প্রবল ঝড়। তেমনই এক বর্ষীয়মান অভিনেত্রীর জীবনে তাঁর যৌবনকালের অভিনয় জীবনের বিভিন্ন ভালো-খারাপ অভিজ্ঞতার কথা সাক্ষাৎকারের মাধ্যমে অনুরাগীসহ সমগ্র বাংলার দর্শকদের সঙ্গে শেয়ার করলেন, অভিনেত্রীর নাম কল্যাণী মন্ডল। বিগত কিছুদিন আগে এমনই এক সাক্ষাৎকারে বাংলার এই জনপ্রিয় অভিনেত্রী তাঁর ভিন্ন অভিজ্ঞতার কথা বললেন।
স্বর্ণযুগের বড় পর্দা থেকে বর্তমান সময়ের ছোট পর্দার বেশ জনপ্রিয় মুখ অভিনেত্রী কল্যাণী মন্ডল। সুচিত্রা সেনের সঙ্গে স্ক্রিন শেয়ারের অভিজ্ঞতা থেকে শুরু করে উত্তম কুমারের সেই বাবা বলে ডাক সব কিছু নিয়েই স্মৃতিচারণায় ভেসে গেলেন এই অভিনেত্রী। সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, তাঁর বয়স যখন মাত্র পাঁচ তখনই প্রথম মহানায়কের সঙ্গে অভিনয় করার সুযোগ পান। মহানায়ক এবং এই অভিনেত্রীর সম্পর্ক ছিল যেনো জেঠা-ভাইঝির সম্পর্ক। অভিনেত্রী আরো বলেন, মহানায়ক ওনার কাছে ছিলেন প্রিতৃতুল্যের মত, স্বপ্নের নায়ক নয়।
আরও পড়ুন: ‘রোশনাই’-এর বদল চাই! তিয়াশা নয় অনুষ্কা ফেরানোর দাবি মেগার অনুরাগীদের! কী হবে এবার?
সাক্ষাৎকারে বিভিন্ন কথার মাঝে তিনি এও বলেন যে, নাক উঁচু অভিনেত্রী রাখি গুলজার, শর্মিলা ঠাকুর নন। ভীষণ মিশুকে অভিনেত্রী শর্মিলা ঠাকুর, বললেন কল্যাণী মন্ডল। সাক্ষাৎকারের মাধ্যমে অভিনেত্রী জানান, “এক নম্বর নায়িকা হতে গেলে ইন্ডাস্ট্রিতে অনেক কিছু করতে হয়, আমি শুনেছি কিন্তু আমায় কোনদিন এসব করতেও হয়নি, আমি জানিনা” এই বক্তব্যের মাধ্যমে স্পষ্ট বক্তার পরিচয় দিলেন তিনি। আজকের দিনে, টলিউড ইন্ড্রাস্টির ওপর খানিক অভিমান নিয়েই অভিনেত্রী বললেন, হয়তো আজকের কেউ আমায় পছন্দ করেন না, তাই কাজে নেয়ে না, বর্তমান সময়ের কাজ বড়োই ঘর ভিত্তিক। আড্ডা- মজায় কথা ছলে অভিনেত্রী বললেন, “আমায় বয়ফ্রেন্ড আছে, প্রায় ৩৫ বছর” এই এই বক্তব্যের মাধ্যমে তিনি তাঁর ছেলের কথাই উল্লেখ করলেন এবং তাঁর সঙ্গেই কল্যাণীর জীবন কেটে যাচ্ছে। ছেলেকে ছাড়া চলতে পারেন না একেবারেই।