অনুরাগে দীপার চরিত্র পরিবর্তন! স্বস্তিকার পরিবর্তে আসছেন শ্রুতি?

কথায় আছে, ‘স্বামী-স্ত্রীর সম্পর্ক যেনো সাত জন্মের বন্ধন’ অর্থাৎ স্বামী-স্ত্রী একে অপরের জন্যই থাকবে জন্মের পর জন্য, ভালোবাসার অটুট বন্ধন। আজকালকার এই বিচ্ছেদের যুগে একসঙ্গে থাকার চাহিদা খুব কম জনের মধ্যেই এই মানসিকতা দেখতে পাওয়া যায়। বাস্তবে এই একসঙ্গে থাকার দৃশ্য খুব একটা দেখতে পাওয়া না গেলেও টেলিভিশনের পর্দায় আকচারই দেখতে পাওয়া যায় নায়ক নায়িকা একে অপরকে ছেড়ে থাকতে পারছে না, সে যতই বাধা আসুক না কেনো সম্পর্কের মাঝে। এমনই এক সম্পর্কের উদাহরণ দেখতে পাওয়া যায় স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় সিরিয়াল অনুরাগের ছোঁয়াতে (Anurager Chhowa)

এই মুহূর্তে সিরিয়ালের এপিসোড দেখতে পাওয়া যাচ্ছে, শত ঝামেলার মধ্যে দিয়েই কেটে গিয়েছে অনেকগুলো বছর। বড়ো হয়ে গিয়েছে সোনা, রুপা। অনেক বছর বাদে আবারও মুখোমুখি হয়েছে সূর্য-দীপা। কিন্তু, এতো সব কিছুর মাঝেই জানা যাচ্ছে অপ্রত্যাশিত খবর। বদল হতে চলেছে মুখ্য চরিত্রের অর্থাৎ এবার থেকে দীপার বদলে দেখতে পাওয়া যাবে শ্রুতি দাসকে।

জানা যাচ্ছে, শারীরিক অসুস্থতার কারণে খানিক বাধ্য হয়েই মাঝপথে সিরিয়াল ছেড়ে দিচ্ছে অভিনেত্রী স্বস্তিকা ঘোষ। এই খবর পাওয়া মাত্রই মেগার অনুরাগীদের মধ্যে রীতিমতো শোরগোল পড়ে গেছে। বেশ মন খারাপ অনুরাগের ছোঁয়ার দর্শকদের। আর দেখতে পাবেন না সূর্য-দীপার হিট জুটিকে। তবে, সিরিয়ালের মুখ্য চরিত্রের বদল হওয়ার বিষয়ে কোনো খবরই প্রকাশ করেননি সিরিয়ালের নির্মাতারা।

আরও পড়ুনঃ ফ্লপ হওয়ার আশঙ্কা করেও হিট ‘গৃহপ্রবেশ!’ আদৃত-শুভলক্ষ্মী দিল জিতেছে, মত দর্শকদের, আপনাদের কেমন লাগছে?

পরবর্তীকালে খোঁজ নিয়ে জানা গিয়েছে, এই ধরনের মন্তব্য প্রকাশ হয়েছে ঠিকই কিন্তু তা করেছে দীপা অর্থাৎ স্বস্তিকার অনুরাগীরা। এই খবর সত্যি নয়। আসলেই বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগে ভুয়ো খবর ছড়ানোর মাত্রা এতটাই বেড়ে গিয়েছে যে, অনেকেই এই খবর কি সত্যিই ভেবে নিয়েছিল।