‘এখান একটা সিরিয়াল হিট করলেই কলার তুলে ঘুরে বেড়ায়, সিনিয়রদের সম্মানটুকুও দেয়না’, ইন্ডাস্ট্রি নিয়ে অকপট শাশ্বত চ্যাটার্জি

শাশ্বত চ্যাটার্জি (Saswata Chatterjee) বাংলার টলিউড (Tollywood) ইন্ডাস্ট্রিতে এক অন্যতম পরিচিত মুখ। শাশ্বতর বাবা কিংবদন্তি অভিনেতা শুভেন্দু চ্যাটার্জি। এই অভিনেতা কে দেখতে পাওয়া যায় কখনো হিরোর ভূমিকায় আবার কখনও ভিলেনের ভূমিকায়। টলিউড থেকে বলিউড তিনি সর্বত্রই বিরাজমান। বর্তমানে এই অভিনেতাকে বাংলার বেশ কিছু জনপ্রিয় ওটিটি সিরিজেও দেখা গেছে। অভিনেতার অভিনয় যথেষ্টই প্রশংসনীয়।

শাশ্বত জীবনে অভিনয় যাত্রা শুরুর দিকে ধারাবাহিকেও দীর্ঘদিন কাজ করেছেন। বাংলায় দীর্ঘদিন ধরে কাজ করার পর ২০১২ সালে প্রথম হিন্দি সিনেমা ‘কাহানি’তে নেগেটিভ চরিত্র করার সুযোগ পান। এরপর থেকেই একে একে বাংলা ছাড়াও হিন্দি সিনেমাতেও সুযোগ পান অভিনেতা। বাংলা সিনেমা জগতের সদ্য মুক্তি প্রাপ্ত সিনেমা ‘জমালয়ে জীবন্ত ভানু’ দর্শকদের থেকে বেশ প্রশংসা কুড়িয়েছে।

বর্তমানে দেখতে পাওয়া যাচ্ছে সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে মেলে ধরলেন অভিনেতার মনের কথা। প্রথম প্রশ্ন কেমন আছেন জিজ্ঞাসা করাতে, এক মুখ হাসি নিয়ে অভিনেতা বলেন, ‘এখন আমি ভালো আছি, নিজেকে অনেক বেশি সেটেল করে ফেলেছি। কাজ, বেড়াতে যাওয়া, আর খাওয়া দাওয়া নিয়েই বেশ আছি।’

কলকি সিনেমায় অভিনয় করার অভিজ্ঞতা নিয়ে সকলের প্রিয় অপুদা বলেন, “আমার মনে আছে, যেদিন আমার সাথে কামাল স্যারের শুটিং ছিল, প্রভাস সারাদিন দেখেছিল কামাল স্যার কীভাবে শুটিংটা করে। এই রেসপেক্টটা ওরা করে।” কামাল হাসান ও অমিতাভ বচ্চনের সঙ্গে অভিনয় করার অভিজ্ঞতা শেয়ার করতে বলায় অভিনেতা বলেন, “আমি কোনোদিনও এক্সপেক্টও করিনি। হয়ে গেলো।” এতো বড়মাপের অভিনেতাদের কাছ থেকে শেখার কথা নিয়ে সাক্ষাতকারী জিজ্ঞাসা করাতে শাশ্বত বললেন, “এখনও এতকিছু পাওয়ার পরেও দুজন মানুষ কিকরে এতো ডেডিকেটেড হন কাজের প্রতি, কীকরে এতো পাংচুয়াল হন। সেটা শেখার বিষয়।”

আরও পড়ুন: দারুণ সুসংবাদ! সারেগামাপা বিজয়ী অঙ্কিতার মুকুটে জুড়ল নতুন খেতাব

এছাড়াও, টলিউডের বিশেষত ছোটো পর্দার তারকাদের উদ্দেশ্য করে বললেন, এখানে একটা সিরিয়াল হিট করলেই লোকেরা কলার তুলে ঘুরে বেড়াচ্ছেন। বলিউডের অভিজ্ঞতা শেয়ার করে অভিনেতা বলতে চাইলেন, এতো বড়ো অভিনেতাদের দেখে তিনি আরও শিখছেন। কার্যত, প্রায় ভুলেই যেতে চাইছেন তিনি কত বছর পার করলেন এই জগতে। অনিল কাপুর থেকে শুরু করে মিঠুন চক্রবর্তী সকলের সাথে কাজ করার অভিজ্ঞতার কথা ভাগ করে নিলেন দর্শকদের সঙ্গে। আরও বললেন, বোম্বের লোকেরাও বুঝে গেছে তিনি সব ছবি করবেন না। সম্পূর্ণ সাক্ষাৎকারে অভিনেতা ছিল বেজায় চাঁচাছোলা এবং অকপট।