দারুণ সুসংবাদ! সারেগামাপা বিজয়ী অঙ্কিতার মুকুটে জুড়ল নতুন খেতাব

বাংলা টেলিভিশনের (Bengali Television) পর্দায় শুধুমাত্র যে বাংলা ধারাবাহিকগুলি দর্শকদের মন জয় করে তা কিন্তু একেবারেই নয় একইসঙ্গে বিভিন্ন রিয়ালিটি শোগুলিও সমানতালে বাঙালি দর্শকদের মন জয় করতে সক্ষম হয়। আর সেই রকমই বাঙালিদের অত্যন্ত প্রিয় রিয়ালিটি শো হল সারেগামাপা।

এই রিয়েলিটি শোটির হাত ধরে কত তারকা উঠে এসেছে বাংলায়। আরে সেই রকমই একজন গায়িকা হলেন এপার, ওপারের জনপ্রিয় সংগীত শিল্পী অঙ্কিতা ভট্টাচার্য। গোবরডাঙার এই মেয়ে অত্যন্ত সহজে মন জিতে নিয়েছিলেন বাঙালির। তার মাথাতেই উঠেছিল রিয়ালিটি শো-এর খেতাব।‌ এই রিয়ালিটি শো থেকেই বাংলা জোড়া খ্যাতি পেয়েছিলেন অঙ্কিতা।

নিজেকে একজন প্রতিষ্ঠিত প্লেব্যাক সিঙ্গার হিসেবে গড়ে তোলার জন্য যথেষ্ট পরিশ্রম করেছেন অঙ্কিতা। বিভিন্ন গান রেকর্ডিং থেকে একাধিক শো করে থাকেন অঙ্কিতা। কিন্তু তার পাশাপাশি আরও একটি পেশা রয়েছে তার সেটি হল ইউটিউবে। বলা ভালো তিনি একজন সফল ইউটিউবার‌ও বটে।

আরও পড়ুন: টলিউডে নক্ষত্রপতন, চলে গেলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক রাজা মিত্র

অত্যন্ত সহজ সরল ভাবে জীবন যাপন করা এই মেয়েটির মুকুটে এবার জুড়ল নতুন একটি পালক। আসলে গায়িকা হওয়ার পাশাপাশি ইউটিউবেও দারুণ সফল তিনি। আর এবার সেখানেও পুরস্কৃত হলেন তিনি। ইউটিউবের মতো প্ল্যাটফর্ম থেকে এবার গোল্ডেন প্লে বাটন হাতে পেলেন তিনি। এই মুহূর্তে গায়িকার ইউটিউবে সাবস্ক্রাইবার সংখ্যা এক মিলিয়ন। আর সেই খুশির খবর‌ই এবার নিজের ফেসবুকে ভাগ করে নিয়েছেন অঙ্কিতা। তার এই প্রাপ্তিতে খুশি তার ভক্তরাও।