‘এই শহরে একটা ক্ষ্যাপামি ছিল, বুদ্ধিদীপ্ততা ছিল, এখন কলকাতা মধ্যবিত্ত হয়ে গেছে!’ অকপট অপর্ণা

পরমা আসছে। অভিনেত্রী অপর্ণা সেনের হাত ধরেই আসছে সকলের প্রিয় সেই ‘পরমা’। অপর্ণা সেনের হাত ধরে আসছে ঠিকই কিন্তু, এইবারের ‘পরমা’র পরিচালনায় রয়েছে সুমন ঘোষ। সুমন ঘোষ দ্বারা পরিচালিত সিনেমাটির পুরো নাম ‘পরমা:- আ জার্নি উইথ অপর্ণা সেন’। ৮০-এর শতকের সকলের প্রিয় পড় মাকে আবার দেখা যাবে বড় পর্দায়। এই ছবির মুখ্য ভূমিকায় অভিনয় করেছে স্বয়ং অপর্ণা সেন সঙ্গে রয়েছেন কঙ্কনা সেন শর্মা, শাবানা আজমী এবং ঋতুপর্ণা সেনগুপ্ত।

বর্তমানে দেখা যাচ্ছে এই সিনেমার সংক্রান্ত এক ইন্টারভিউয়ে অকপটভাবে সব প্রশ্নের উত্তর দিচ্ছেন অভিনেত্রী অপর্না। সেই সাক্ষাৎকারে ছিল সিনেমা থেকে রাজনীতি, সবকিছু নিয়েই বিশেষ মন্তব্য করেছেন আজকের ‘পরমা’। এই সিনেমার শুটিংয়ের অভিজ্ঞতা নিয়ে কথা বলাতে অভিনেত্রী বলেন, সুমন আমার অনেক দিনের বন্ধু, তাঁর স্বামী এবং মেয়ের সঙ্গেও খুবই পরিচিত। পরিবারের সঙ্গে বন্ধুত্বও ছিল পরিচালক সুমনের।

পরিচালকের কাছ থেকে এই সিনেমার প্রস্তাবকে অভিনেত্রী ভালোই লেগেছিল কারণ, তিনি সুযোগ পাবেন রিভিজিট করার যেইসব জায়গায় তিনি ছবির শুটিং করেছেন। এই কথাটি বেশ মন ছুঁয়ে গেছিল সকলের প্রিয় রিনাদির। এই বছরের চলতি মাসে হয়ে যাওয়া ‘কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে’ এই সিনেমা দর্শকদের প্রদর্শন করা হয়েছে। কিন্তু বড় মাপের দর্শকদের জন্য আগামী বছর মুক্তি পেতে চলেছে প্রেক্ষাগৃহে।

আরও পড়ুন: গৃহ প্রবেশে নাটকীয় মোড়, আদৃতের দুঃসাহসিক সিদ্ধান্তে প্রেমের জয় হবে কি?

এরপর ধীরে ধীরে রাজনৈতিক বিষয়ে অভিনেত্রীকে প্রশ্ন করা হলে তিনি আরজি কর কান্ড নিয়ে বলেন, সত্যি কথা বলতে শহর নিয়ে আমার ভালোবাসা অনেকটা কমে গেছে। আমার ভালবাসা শহরের প্রতি আবার কিছুটা হলেও ফিরে এল যখন দেখলাম এত লোক শহরে নামল। এই বিষয়টি দেখে তার ভীষণ ভালো লেগেছে। কিন্তু এর সঙ্গে খানিক মন খারাপের সুরে অভিনেত্রী বলে উঠলেন, “এটাও মনে হয় যে শহরটা যা ছিল, শহরটার মধ্যে একটা ক্ষ্যাপামি ছিল আমরা যখন ছোট ছিলাম, শহরের মধ্যে এক ধরনের মজা ছিল, বুদ্ধিদীপ্ত একটা ব্যাপার ছিল। এইসব চলে গিয়ে এক পাতি মধ্যবিত্ত যেনো ডেইলি শোপের শহর হয়ে গেছে। এটা আমার ভালো লাগে না”। এই কথা বলে কিছুটা হতাশ হতে দেখা গেলো অভিনেত্রী।