শীতকাল মানেই কলকাতা সহ বিভিন্ন জেলার চারিদিকে হয়ে থাকে বিভিন্ন ধরনের উৎসব। বিশেষত গ্রাম্য এলাকায় রীতিমতো বিশাল বড় মঞ্চ করে চলে বিভিন্ন অনুষ্ঠান। আর এই অনুষ্ঠানই দেখতে পাওয়া যায় টলিউডের (Tollywood) বিভিন্ন বড় পর্দা থেকে ছোট পর্দার জনপ্রিয় মুখ। পর্দায় দেখা অভিনেতা বা অভিনেত্রীকে সামনাসামনি দেখতে কে না চায়, তাই এইসব উৎসব-অনুষ্ঠানে হয় বেশ জনসমাগম।
অভিনেতা কিংবা অভিনেত্রীরা দর্শকদের মনোরঞ্জন করার জন্য কখনো বলে থাকেন নিজের বিখ্যাত ডায়লগ আবার কখনও গিয়ে থাকেন গান। এইরকমই এক অনুষ্ঠানে বছর দুয়েক আগে ‘রানী রাসমণি’খ্যাত দিতিপ্রিয়া গান গেয়ে হয়েছিলেন সমালোচিত। বর্তমানে এই ধরনেরই এক পুনরাবৃত্তি ঘটল টলিউডের ছোট পর্দার এক অভিনেত্রী জীবনে। স্টার জলসার ‘দুই শালিক’ সিরিয়ালের অভিনেত্রী বর্তমানে ট্রোলড হচ্ছেন নেট পাড়ায়।
অভিনেত্রী এক অনুষ্ঠানে গিয়ে দর্শকদের মনোরঞ্জন করার জন্য গাইলেন ‘প্যায়ারেলাল’। তাঁর গাওয়া এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের মধ্যে ফেলে দিয়েছে শোরগোল। কটাক্ষের শিকার হচ্ছেন অভিনেত্রী নন্দিনী। এই ভিডিও দেখে কোনো একজন মন্তব্য করেছেন, ‘এত টাকা দিয়ে এইসব শিল্পীকে আনা উচিৎ নয়। অভিনেত্রী যখন ২-৩তে সংলাপ বলে চলে যেতে পারতেন। গানের অপব্যবহার করার কী দরকার ছিল?’ আবার আরেকজন বলেন, ‘যে যেটা পারে সেটাই করুক। গান গাওয়ার মতো ভুল কাজ আর করবেন না আপনি।’
আরও পড়ুনঃ শুভলক্ষ্মী কি আদৃতের মায়ের মন জয় করতে পারবে? গল্পে চমকপ্রদ মোড়!
নেটিজেনদের এই মন্তব্য কিছুটা হলেও প্রভাবিত করেছে অভিনেত্রীকে। তাই, অভিনেত্রী দৃঢ়তা এবং যুক্তির সঙ্গে পাল্টা জবাবে বলেন, “আমি গায়িকা নই। অনেক সময় দর্শকের অনুরোধে স্টেজে গাইতে হয়। আমি বরাবরই বলেছি আমি ভালো গাইতে পারি না। কিন্তু অভিনয় ভাল করার চেষ্টা করি। তাই যেটা পারি আমি, সেটা নিয়ে আমায় কটাক্ষ করলে কিছু বলার জায়গা থাকত। স্টেজে যদিও আমার গান দর্শকের পছন্দ হয়েছে। তাঁরাও সুর মিলিয়েছেন আমার সঙ্গে। তাই নেটিজেনদের কটাক্ষ নিয়ে আমি ভাবতে চাই না।”