দুই শালিকের গৌরবের জীবনে রয়েছে অন্য কেউ! ঝিলিকের জায়গা নিতে চলেছে কে? উঠতে চলেছে নতুন ঝড়?

কথায় আছে, ‘জীবন কিন্তু সিনেমা নয়’ অর্থাৎ টেলিভিশনের (Television) পর্দায় কিংবা বড়ো পর্দায় যে অভিনেতা-অভিনেত্রীদের জুটি হতে দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে তাঁরা বাস্তব জীবনে অন্য কারোর সঙ্গে জুটি বেঁধেছে। আর এই বাস্তব জীবনের জুটি জানা নিয়ে বিশেষ আগ্রহ দেখায় তাঁদের অনুরাগীরা। তাঁর নাম-ধাম থেকে শুরু করে সব কিছু জানার জন্যই হয়ে থাকে বড়োই উদগ্রীব।

‘দুই শালিক’ বাংলার অন্যতম জনপ্রিয় সিরিয়াল। ইতিমধ্যেই, এই গল্প দর্শকদের দিয়ে যাচ্ছে চমকের পর চমক। যমজ বোনের এই কাহিনী মন জয় করে নিয়েছে দর্শকদের। এই সিরিয়ালের মুখ্য চরিত্রের দেখতে পাওয়া যাচ্ছে অর্কপ্রভ, তিতিক্ষা দাস, সায়ন বসু এবং নন্দিনী দত্তকে। স্টার জলসার এই সিরিয়ালে অভিনেত্রীদের সঙ্গে পাল্লা দিয়ে জোর টক্করে মন জিতেছেন অভিনেতারাও।

কিন্তু, কেউ কি জানেন এই অভিনেতা-অভিনেত্রীদের জীবনে আসল হিরো বা হরোইন কে?। বর্তমানে, জানতে পারা গেছে ‘দুই শালিক’-এর গৌরব অর্থাৎ সায়ন বসুর প্রেমিকার নাম। এই অভিনেতাকে প্রথম দেখতে পাওয়া যায় ‘টুম্পা অটোওয়ালি’ এবং ‘কে প্রথম কাছে এসেছি’ ধারাবাহিকে। অভিনেতার মনের মানুষের নাম রিনি মুখার্জী।

 

View this post on Instagram

 

A post shared by Sayan Bose (@bosesayan)

টেলিভিশন জগতে প্রবেশ করার আগে থেকেই রয়েছে তাঁর জীবনে মনের মানুষ। এই অভিনেতার ধীরে ধীরে বাড়ছে জনপ্রিয়তা। রিনি অর্থাৎ সায়নের ভালোবাসার মানুষ একজন ব্যবসায়ী। অভিনেতার সোশ্যাল মিডিয়ার একাউন্টে দেখা যায় এই যুগলের ফটো। বেশ সায়নের অনেক অনুরাগীরাই এই জুটিকে দেখে প্রশংসা করে।

আরও পড়ুনঃ ‘এই মেয়েটা এত মাটির কাছাকাছি কীভাবে থাকে?’, দারুণ সাফল্য পেয়েও ভীষণ বিনয়ী অন্বেষা, প্রশংসায় পঞ্চমুখ দর্শকরা