টিআরপি বাড়বে হুরমুড়িয়ে! সাবিত্রী থেকে চন্দন অপরাজিতা থেকে মালবিকা, লীনার নতুন ধারাবাহিকের কাস্ট দেখলে চমকাবেন আপনিও

বাংলা সিরিয়ালের (Bengali Serial) মুখ বলতে প্রধানত মুখ্য চরিত্রে অভিনয় করা অভিনেতা অভিনেত্রীদের দেখেই সিরিয়ালের নাম চিহ্নিত করা যায়। কিন্তু সেই ধারাবাহিককে যদি কেউ টিআরপির দৌড়ে এগিয়ে নিয়ে যায় তা হল গল্প। গল্পই হয় যেকোনো মেগার ইউএসপি। সিরিয়াল হোক বা সিনেমার কলাকুশলীদের ভুলে গেলেও গল্প মনে রয়ে যায় দর্শকদের।

লীনা গঙ্গোপাধ্যায়, বাংলার ধারাবাহিক জগতে অন্যতম উল্লেখযোগ্য গল্প লেখিকা। লীনার গল্পে জনপ্রিয় হয়ে উঠেছিল একসময়ের বিন্নি ধানের খই, সোনা রোদের গান, দেশের মাটি ধুলোকনা আরও অনেক। বর্তমান সময়ের এই লেখিকার ব্যাপ্তি ছড়িয়েছে বলিউড জগতেও অর্থাৎ হিন্দি সিরিয়াল জগতেও রয়েছে তাঁর কাজের ছাপ।

বর্তমানে, আগামী দিনে অর্থাৎ ২০২৫ সালে আসতে চলেছে একগুচ্ছ নতুন ধারাবাহিক। সিরিয়ালের নাম এমনকি অভিনেতা-অভিনেত্রীদের নামও প্রকাশ্যে এল। আগে সিরিয়ালের নাম প্রযোজকদের জিজ্ঞাসা করে তারা বলেছিলেন, “নির্দিষ্ট সময়ে ঠিক জানাব।” বড়দিনের আগের সন্ধ্যায় অর্থাৎ ২৪শে ডিসেম্বর অবশেষে জানা গেল কাহিনীকারের কাছ থেকে সিরিয়ালের নাম। নতুন ধারাবাহিকের নাম ‘চিরসখা’। সিরিয়াল শুটিংয়ের কাজও শুরু হয়েছে জোর কদমে।

আরও পড়ুনঃ সন্তান বড্ড দামি! ‘স্ত্রীর সন্তান প্রসবের খরচ ৬ লক্ষ টাকা!’- বিধানসভায় বিল জমা দিয়ে হইচই কান্ড বাঁধালেন কাঞ্চন

সম্প্রচার হতে চলেছে আগামী বছর স্টার জলসায়। খোঁজ নিয়ে জানা গেছে, এই ধারাবাহিকের গল্প তৈরি হয়েছে অসমবয়সি প্রেম নিয়ে। যা কিনা কিছুটা হলেও আলাদা হবে বাকি সব গল্পের থেকে। এই ধারাবাহিকের নায়ক নায়িকা হিসেবে প্রথম বার জুটি বাঁধতে চলেছে সুদীপ মুখোপাধ্যায় এবং অপরাজিতা ঘোষ। এর আগে অভিনেতাকে রোশনাই ধারাবাহিকের গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে। বেশ একটা লম্বা বিরতির পর পুনরায় পর্দায় ফিরতে চলেছেন অভিনেত্রী অপরাজিতা। এই সিরিয়ালে বিশেষ চরিত্রে থাকবে কিংবদন্তি অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়। পার্শ্ব চরিত্রে দেখতে পাওয়া যাবে মালবিকা সেন, রাজন্যা মিত্র, চন্দন সেন, অনুসূয়া মজুমদার প্রমুখদের।