‘সোহম আর আমি শুধুই ভালো বন্ধু, আমাদের কোনো ক্ল্যাশ নেই’ , সরাসরি জবাব অভিনেত্রীর!

টলিপাড়ায় প্রেমের গুঞ্জন নতুন কিছু নয়। তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা সর্বদাই তুঙ্গে। সাম্প্রতিক সময়ে এমনই এক গুঞ্জনে সরগরম বিনোদন জগৎ। যদিও সংশ্লিষ্ট তারকারা এ বিষয়ে খোলাখুলি মন্তব্য করতে একেবারেই আগ্রহী নন।

অভিনেত্রী শোলাঙ্কি রায়ের ব্যক্তিগত জীবন নিয়ে বহুদিন ধরেই চর্চা চলছে। ২০২৩ সালে বিবাহবিচ্ছেদের পর থেকেই তাঁর জীবনের নানা দিক নিয়ে আলোচনা শুরু হয়েছে। তবে এ বিষয়ে খুব একটা পাত্তা দিতে নারাজ শোলাঙ্কি। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, ব্যক্তিগত জীবন নিয়ে তিনি এখন আর বেশি ভাবতে চান না।

সম্প্রতি সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে শোলাঙ্কি বলেন, ‘‘আমার ব্যক্তিগত জীবন নিয়ে এত প্রশ্ন তোলার কোনো মানে নেই।’’ তিনি আরও বলেন, ‘‘ছোটবেলায় ভাবতাম, সম্পর্কই সব। কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বুঝতে পেরেছি, জীবনে সম্পর্কের বাইরেও অনেক কিছু আছে। সম্পর্ক অবশ্যই গুরুত্বপূর্ণ, তবে তা জীবনের একটি অংশ মাত্র।’’

শোলাঙ্কি রায়ের সঙ্গে অভিনেতা সোহম মজুমদারের প্রেমের গুঞ্জন বহুবার শোনা গেছে। যদিও শোলাঙ্কি সম্প্রতি এক সাক্ষাৎকারে এ বিষয়ে সমস্ত গুঞ্জন অস্বীকার করেছেন। তিনি বলেছেন, ‘‘সোহম আর আমি শুধুই ভালো বন্ধু।’’ একই দিনে তাঁদের ছবি মুক্তি পাওয়ায় সোহমকে শুভেচ্ছা জানাতেও ভোলেননি শোলাঙ্কি। ‘ভাগ্যলক্ষ্মী’ ছবিতে ঋত্বিক চক্রবর্তীর বিপরীতে দেখা যাবে শোলাঙ্কিকে। অভিনয়ের জন্য গাড়ি চালানো শিখেছেন তিনি। শোলাঙ্কি জানান, এই ছবিতে কাজ করতে গিয়ে তিনি ঋত্বিক চক্রবর্তীর কাছ থেকে অনেক কিছু শিখেছেন এবং অনুপ্রাণিত হয়েছেন।

আরও পড়ুনঃ ‘নিজেকে বড় করতে গিয়ে অন্য শিল্পীদের ছোট করছ, ভক্তদের আচরণ ঠিক করা উচিত, নাহলে বিপদ!’ দেবকে চরম সতর্কবার্তা রুদ্রনীলের

অভিনেত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, একই দিনে ছবি মুক্তি পেলেও সোহমের ছবির সঙ্গে তাঁর ছবির কোনও সংঘর্ষ হবে না। বরং, সোহমের কাছ থেকে অনেক কিছু শিখেছেন বলেও স্বীকার করেছেন শোলাঙ্কি। তাঁর কথায়, ‘‘সোহমের কাজ দেখে আমি ভীষণ অনুপ্রাণিত হয়েছি। সম্পর্কের বাইরে থেকেও মানুষ মানুষকে কতটা সমর্থন করতে পারে, সেটাই প্রমাণ হয় এখানে।’’