স্টার জলসার (Star Jalsha) অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘দুই শালিক’ (Dui Shalik) দর্শক মহলে বিশেষভাবে জনপ্রিয়। এই ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে দুই জমজ বোনের গল্প হাসি, মজা, টানটান উত্তেজনা ভরপুর। পরিস্থিতি এক সময় আলাদা করে দিয়েছিল দুই বোনকে কিন্তু আবার পরিস্থিতি মিলিয়ে দিয়েছে দুজনকে। একে অপরের পাশে সব সময়ই থাকে আঁখি আর ঝিলিক।
কিছুদিন আগেই নতুন একটি প্রমো প্রকাশ করে ছিল স্টার জলসা। যেখানে দেখা গিয়েছিল ভীষণ বিপদে পড়েছে ঝিলিক। কারণ ছাতা বাড়িতে নতুন করে ব্যবসা শুরু করতে চলেছে সে। সেলাই করতে হবে তাকে। কিন্তু ঝিলিক তো এসব কাজে পারদর্শী নয়। তাই ডাক পড়ে আঁখির। ঝিলিকের হয়ে এবার লড়াই লড়বে আঁখি।
ইতিমধ্যে বিয়ে হয়ে গিয়েছে আঁখি আর দেবার অন্যদিকে গৌরব এবং ঝিলিকের। ঝিলিক আর আঁখি যমজ বোন হাওয়ায় অনেকেই তাঁদেরকে গুলিয়ে ফেলে। ধারাবাহিকের পর্বে দেখা যাচ্ছে, এবার দেবা আর আঁখিকে একসঙ্গে দেখেছে গৌরব। আর তাই দেখে সে অবাক হয়ে গিয়েছে।
এদিকে ছাতা বাড়িতে আঁখিকে একা কিছুতেই আসতে দেবে না দেবা। এদিকে ঝিলিক পড়ে মহা বিপদে। কিন্তু শেষমেষ ঝিলিকের অনুরোধ শুনে রাজি হয়ে যায় দেবা। আঁখির সঙ্গে সেও আসবে ছাতা বাড়িতে। দেবার কাছে কৃতজ্ঞ হয়ে পড়ে ঝিলিক। অন্যদিকে গৌরবের মনে হতে থাকে যদি আঁখি সঙ্গে থাকতো তাহলে হয়তো ভালো লাগত। আসলে আঁখি ভেবে ঝিলিককেই মনে করছে গৌরব।
আরও পড়ুনঃ ফের দুঃসংবাদ! জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে জনপ্রিয় এই অভিনেতা
বাড়ি ফেরার পথে আঁখির দিকে কটুক্তি করে বেশ কিছু জন গুন্ডা। আঁখি দেবাকে শান্ত থাকতে বলে। কিন্তু আঁখির অপমান মানতে পারেনা দেবা। তাই দেবা ওই গুন্ডাগুলিকে পেটাতে থাকে। এরপর শেষমেষ কি হয় তাই দেখার জন্য নজর রাখতে হবে স্টার জলসার পর্দায়।