বাংলা টেলিভিশনের (Television) রোম্যান্টিক দুনিয়ার এক অতি জনপ্রিয় জুটি—রুবেল দাস (Rubel Das) এবং শ্বেতা ভট্টাচার্য (Sweta Bhattacharjya) । তাঁদের একে অপরের প্রতি ভালোবাসা যেন দর্শকদের মনে স্থায়ী ছাপ রেখে গেছে। একে অপরের হাত ধরেই তাঁরা হেঁটেছেন প্রেমের পথে, আর সেই ভালোবাসার পরিণতি এবার মিলতে চলেছে। সেই পরিণতির জন্য শুধুমাত্র দিন গুনছে এখন পুরো টেলিভিশন দুনিয়া। ইতিমধ্যেই তাঁদের ভক্তরা তাঁদের বিয়ের ব্যাপারে নানা ধারণা তৈরি করেছেন।
নতুন জীবনের সূচনা এবং প্রেমের পরিণতি নিয়ে একে অপরকে ভালোবাসার প্রকাশে তৈরি হয়েছে এক আলাদা চমক। এরই মধ্যে, এই বিয়ে নিয়ে নানা ধরণের জল্পনা চলছে—এবং কিছু দিন পরেই এক বিশেষ দিনে সম্পন্ন হবে বিয়ে।
‘ভয়েস বক্সটা কেটে বাদ দিতে হতো, ৩৮ টি কেমো নেওয়ার পর হাতের কোনও শিরা বাকি ছিলনা!’ কঠিন লড়াই পেরিয়ে আজও অভিনয়ের মঞ্চে দাপিয়ে বেড়াচ্ছেন চন্দন সেন
এই দুই টেলিভিশন তারকার রাজকীয় বিয়ে হতে চলেছে কলকাতার দমদম ইমামি সিটির কাছে অবস্থিত রাজা প্যালেসে। ১৯ জানুয়ারি, রবিবার, তারা গাঁটছড়া বাঁধবেন। রাজকীয় পরিবেশে অনুষ্ঠিত হবে বিয়ের অনুষ্ঠান, যেখানে অতিথির সংখ্যা ৪০০-৬০০ জনের মধ্যে হতে পারে। রাজপথের পাশের এই রাজকীয় ভেন্যুতে বেশ আরামদায়ক পরিবেশে এবং অত্যন্ত অভিজ্ঞানিতে অনুষ্ঠিত হবে অনুষ্ঠান।
রাজা প্যালেসে অতিথির উপস্থিতি নিশ্চিত করতে অতিথির সংখ্যা অনুযায়ী বুকিং খরচ ২ লাখ টাকা থেকে শুরু হচ্ছে। এমনকি, এই স্থানটি ইনডোর এবং আউটডোর—উভয় ধরনের অনুষ্ঠানের জন্য উপযুক্ত। বিয়ের প্রস্তুতি নিয়ে পরিবার এবং কাছের আত্মীয়দের উপস্থিতিতে সেরেও ফেলা হয়েছে আশীর্বাদ পর্ব, যা এক নতুন পদক্ষেপের সূচনা হিসেবে দেখা হচ্ছে।
আরও পড়ুনঃ ‘ভয়েস বক্সটা কেটে বাদ দিতে হতো, ৩৮ টি কেমো নেওয়ার পর হাতের কোনও শিরা বাকি ছিলনা!’ কঠিন লড়াই পেরিয়ে আজও অভিনয়ের মঞ্চে দাপিয়ে বেড়াচ্ছেন চন্দন সেন
এদিকে, রুবেল এবং শ্বেতার জন্য এই দিনটি একদম বিশেষ হবে। প্রি-ওয়েডিং ভিডিয়োর মাধ্যমে শ্বেতা তাঁর ভক্তদের জানিয়েছেন, “দিন গুনছি চিরকালের মতো একসঙ্গে যাত্রা শুরুর আগে। দু’টো হৃদয় একটা সফর।” একদিকে শ্বেতার শুভেচ্ছা আর অন্যদিকে রুবেলের আশীর্বাদ পর্ব—এই জুটির নতুন জীবনের শুরু হওয়া সময় এসে গেছে।আর মাত্র ৮ দিন পর এই বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হবে। ভক্তরা এবং টেলিভিশন প্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাঁদের প্রিয় তারকাদের জীবনযাত্রার এই নতুন অধ্যায়ের জন্য।