‘কাঞ্চনের অপমান এখন‌ও খারাপ লাগে পিঙ্কির!’ কল্যাণের কাঞ্চনকে গাড়ি থেকে নামিয়ে দেওয়া দেখে বুক ফেটেছিল পিঙ্কির, কি বললেন অভিনেত্রী?

পিঙ্কি বন্দ্যোপাধ্যায় (Pinky Bandyopadhyay) টলিউড জগতের অন্যতম পরিচিত মুখ। ছোট পর্দা থেকে বড় পর্দা সব জায়গাতেই সাবলীলভাবে অভিনয় করতে দেখা যায় অভিনেত্রীকে। বর্তমানে এই অভিনেত্রীকে সেই অর্থে কোনো পর্দাতে দেখা না গেলেও তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে সর্বদা রয়েছেন লাইমলাইটে। কাঞ্চন এবং শ্রীময়ীকে জড়িয়ে নানান ধরনের সমালোচনার সম্মুখীন হতে হয় পিঙ্কিকে।

শ্রীময়ী-কাঞ্চনের সঙ্গে পিঙ্কির সম্পর্কের যে দূরত্ব তৈরী হয়েছে, তা আজীবনের। বর্তমানে, এই অভিনেত্রীকে তার প্রাক্তন স্বামীর ব্যাপারে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রচার সংক্রান্ত প্রশ্ন জিজ্ঞাসা করায় খারাপ লাগা প্রকাশ করেছিলেন। যদিও ঘটনাটি ঘটে গেছে ৯ মাস আগে। ভোট প্রচারের সময় জনসমক্ষে তৃণমূল বিধায়ক কল্যাণ বন্দ্যোপাধ্যায় অভিনেতা কাঞ্চন মল্লিককে অপমান করে গাড়ি থেকে নামিয়ে দিয়েছিলেন।

cinema

এই সময়ে ওই ঘটনা ঘটার পর তৃণমূল বিধায়ককে জিজ্ঞাসা করায় তিনি বলেছিলেন, কাঞ্চনকে দেখে গ্রামের মহিলারা খুব বাজে ভাবে প্রতিক্রিয়া করেছিল। যদিও সেইসব ঘটনা এখন অতীত, বর্তমানে কাঞ্চনের স্ত্রী-কন্যাকে নিয়ে ভরা সংসার। ইতিমধ্যে, এই বিষয়কে ঘিরে অভিনেত্রী পিঙ্কির এক ভিডিও ভাইরাল হয়ে উঠেছে সমাজমাধ্যমে। এখানে অভিনেত্রীকে প্রশ্ন করা হচ্ছে, গাড়ি থেকে কল্যাণের কাঞ্চনকে নামিয়ে দেওয়া দেখে কি মনে হয়েছিল একমাত্র কল্যাণবাবুই পিঙ্কির মনের জ্বালা যন্ত্রণা বুঝতে পেরেছে? এই প্রশ্নের উত্তর খুব সাহসিকতার সঙ্গে দিয়েছেন পিঙ্কি।

আরও পড়ুনঃ ঘন ঘন বিলাসবহুল ট্রিপ! সোনা মেশানো কফি খাওয়া, জনগণের লুটে ভালোই টাকা কামিয়েছেন! সোশ্যাল মিডিয়ায় তীব্র বিতর্কের মুখে নুসরত জাহান

অভিনেত্রী মনে কোনো দ্বিধা না রেখে বলে ওঠেন, “ওই ঘটনাটা খুবই অপ্রত্যাশিত একটা ঘটনা ছিল। এমন অনেক কিছু ঘটনা ঘটে যে বুঝতে পারা যায় না সেটাতে আনন্দ পাওয়া উচিত নাকি দুঃখ পাওয়া উচিত। সত্যি বলছি সেই মুহূর্তে আমার খারাপ লেগেছিল। প্রথমে খারাপ লেগেছিল। যদি খারাপ না লাগত তাহলে মনে হত একদিনের জন্যও মানুষটাকে আমি ভালবাসিনি। আমি বুঝতে পারছিলাম না কী প্রতিক্রিয়া দেওয়া উচিত। সত্যিই রাজনীতিটা আমি বুঝি না”। স্পষ্টবাদী অভিনেত্রীর এই উত্তর শুনে অনেকেই অবাক হয়েছেন। এই ভিডিও দেখে সাধারণ মানুষের মধ্যে অনেকেই মনে করছেন কোথাও কি সুপ্ত প্রেম রয়ে গেছে পিঙ্কির অভিনেতার প্রতি? নাকি কেবলই আর পাঁচটা মানুষের মতো খারাপ লাগা তৈরি হয়েছিল সেই মুহূর্তে?