‘কোলের শিশুকে নিয়ে আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল ওরা’, জীবনের কঠিন সময় পেরিয়ে আজ সেই মেয়ের হাত ধরেই নতুন স্বপ্ন দেখছেন মল্লিকা

টলিউড জগতের একটি পরিচিত নাম মল্লিকা বন্দ্যোপাধ্যায়। বেশির ভাগই তাকে খল চরিত্রে অভিনয় করতে দেখা গেলেও পর্দার এপার ও ওপারের মধ্যে রয়েছে আকাশ-পাতাল তফাৎ। বাংলা বিনোদন জগতের অভিনেত্রীদের জীবন সবসময় কি পর্দার মতো ঝাঁ চকচকে? নাকি সেখানেও রয়েছে ভাঙা গড়ার গল্প। অল্প বয়সে প্রেম করে বিয়ে করেন মল্লিকা। মেয়ে গরিমার বয়স যখন ৯ সেই সময় স্বামী এসে জানান পরকীয়ায় জড়িয়েছেন। সেই থেকে শুরু একা হাতের লড়াই, মেয়েকে বড় করে তোলা।

কোলের শিশুকে নিয়ে প্রথম স্বামীর বাড়ি থেকে বেরিয়ে আসতে হয় মল্লিকাকে। মেয়ের দায়িত্ব সামাল দিতে গিয়ে নিজের জীবনের দিকে তাকানোর সময় পাননি। তবু মাঝে প্রেম আসে মল্লিকার জীবনে, তিনিও ইন্ডাস্ট্রির পরিচিত মুখ। কিন্তু বছর খানেকের মধ্যে সেখানেও প্রতারণা। তার পর যেন বিশ্বাস উঠে যায় সম্পর্ক থেকে আর কাউকে ভরসা করতে ভুলেই গিয়েছিলেন। মা হিসেবে চিন্তা, মেয়ে বড় হচ্ছে কয়েক বছরের মধ্যে তাঁর নিজস্ব জগত হবে। সে কথা ভেবে মনস্থির করেন, ফের চেষ্টা করবেন।

Tollywood actress, Mallika Bandyopadhyay, entertainment, Bengali serial, বিনোদন

মল্লিকা জানান, কোভিডকালে রুদ্রজিতের সঙ্গে দেখা। তাঁর ও মেয়ের চিকিৎসক ছিলেন। পরে অবশ্য একটি অনুষ্ঠানে আলাপ। মল্লিকার কথায়, ‘‘রুদ্রর তরফ থেকেই প্রস্তাবটা আসে। আমি বহু বার না করেছি বলা ভাল ওকে বলেছি ভেবে দেখতে। কারণ একটা বড় মেয়ে নিয়ে বিয়ে করা। মেয়ের যেমন মেনে নেওয়ার ব্যাপারটা থাকে, তেমনই তাঁদের আমার মেয়ের সঙ্গে মানিয়ে নেওয়ার ব্যাপার রয়েছে। কিন্তু রুদ্র হাল ছাড়েনি। ওঁর মধ্যে অসম্ভব ধৈর্য সেটাই সব থেকে বেশি আকর্ষণ করেছে আমাকে। ভরসা ফিরিয়ে দিয়েছে আমার মানুষের প্রতি।’’ আগামী ২৪ শে জানুয়ারি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন চিকিৎসক রুদ্রজিৎ রায় ও অভিনেত্রী মল্লিকা বন্দ্যোপাধ্যায়।

কিন্তু মেয়ে এখন বয়ঃসন্ধির সময়ে, যৌবনে পা দেবেন। সেখানে দাঁড়িয়ে মায়ের বিয়ে, বলা ভাল মায়ের জীবনসঙ্গী বেছে নেওয়ার ক্ষেত্রে মেয়ে গরিমাই সাহায্য করেছেন। মল্লিকার কথায় জানা যায় মেয়ের যখন ১১ বছর বয়স সেই সময় থেকেই মাকে অত্যন্ত সাহস যুগিয়েছিল। ১৭ বছর বয়সী মেয়েকে পাশে নিয়ে বিয়ে করায় স্বাভাবিকভাবেই একটা কুন্ঠাবোধে ভুগছিলেন তিনি, যেখানে গরিমায় সবটা দায়িত্ত্ব নিয়ে করিয়েছে বলেই জানিয়েছেন তিনি। এমনকি এটাও বলেছেন এখন রুদ্র আর মেয়েকে কথা বলতে দেখলে কেউ বলবে না যে ও গরিমার বাবা নয়।

আরও পড়ুনঃ ‘কাঞ্চনের অপমান এখন‌ও খারাপ লাগে পিঙ্কির!’ কল্যাণের কাঞ্চনকে গাড়ি থেকে নামিয়ে দেওয়া দেখে বুক ফেটেছিল পিঙ্কির, কি বললেন অভিনেত্রী?

এত বছর পরে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসার জন্য দরুন শুভকামনার সঙ্গে সঙ্গে পেয়েছেন কটাক্ষ। তবে সেই কটাক্ষ কাটিয়ে ওঠার আত্মবিশ্বাস অভিনেত্রীর মধ্যে প্রখর ভাবে জন্মেছে। উল্লেখ্য, বর্তমানে ‘গীতা এলএলবি’ ও ‘দুই শালিক’ ধারাবাহিকে অভিনয় করছেন মল্লিকা। এছাড়াও রাজর্ষি দে পরিচালিত ‘সাদা রঙের পৃথিবী’ ছবিতে দেখা গিয়েছে তাঁকে।