চলতি কথায় আছে, ভগবানের লীলাখেলা থেকে বাদ পরে না কেউই অর্থাৎ ভগবানের লিখন কপালে যা থাকবে তা হবেই, সে জন্ম হোক বা মৃত্যু কিংবা হতে পারে কোনো অঘটন। বলিউডে (Bollywood) আবার পড়লো শোকের ছায়া। পাতৌদি পুত্রকে নিয়ে এই মুহূর্তে চিন্তিত রয়েছে বি টাউন। সেইফ আলি খানের উপর হামলা নিয়ে বিনোদন জগতে রয়েছে উত্তেজনা তুঙ্গে। তার মধ্যেই আবার এল দুঃসংবাদ। মাত্র ২২বছর বয়সে প্রয়াত হলেন টেলিভিশন জগতের জনপ্রিয় অভিনেতা।
‘ধরতি পুত্র নন্দিনী’ ধারাবাহিকের অত্যন্ত পরিচিত মুখ ছিলেন এই অভিনেতা। এই অভিনেতার মৃত্যু হয়েছে পথ দুঘটনায়। এই খবর নিশ্চিত করেছেন স্বয়ং এই ধারাবাহিকের লেখক ধীরজ মিশ্র। খোঁজ নিয়ে জানা যায়, একটি জায়গায় অডিশন দিতে যাচ্ছিলেন তিনি। সেইসময় নায়কের বাইকের সঙ্গে ট্রাকের সংঘর্ষ হয়। আর, পরেই ঘটে দুর্ঘটনা।
হাসপাতালে নিয়ে যাওয়ার পর কিছুক্ষণের মধ্যেই মৃত্যু ঘটে তাঁর। এই ধারাবাহিকের লেখক দুঃখ প্রকাশ করেছে সমাজ মাধ্যমে লেখেন, “তুমি আমাদের স্মৃতিতে বেঁচে থাকবে। ঈশ্বর কতটা নিষ্ঠুর হতে পারেন, আজ তোমার মৃত্যু আমাদের উপলব্ধি করিয়েছে। বিদায়”। কার্যত বলা যেতেই পারে, জীবন শুরু হওয়ার আগেই জীবন যাত্রা থমকে গেল এই তরতাজা অভিনেতার।
আরও পড়ুনঃ গত বছর লড়াই করে ফিরে এসেছিলেন, ফের একবার বাড়িতে পড়ে গিয়ে পাঁজরের হাড় ভেঙে শয্যাশায়ী বাসন্তী চ্যাটার্জী
অভিনেতার এই আকস্মিক মৃত্যু ধারাবাহিকের শুটিং ফ্লোরে স্তব্ধতার সৃষ্টি করেছে। জনপ্রিয় অভিনেতার অকাল মৃত্যুতে শোকাহত তাঁর অনুরাগীরা। অভিনেতার নাম আমান জয়সওয়াল। আমান ‘ধরতি পুত্র নন্দিনী’ ছাড়াও ‘পুণ্যশ্লোক অহল্যাবাঈ’ এবং ‘উডারিয়াঁ’ সিরিয়ালেও কাজ করতে দেখা গিয়েছে।