গত বছর লড়াই করে ফিরে এসেছিলেন, ফের একবার বাড়িতে পড়ে গিয়ে পাঁজরের হাড় ভেঙে শয্যাশায়ী বাসন্তী চ্যাটার্জী

টলিউডের এখন মুখ ভার, সহকর্মীদের মধ্যে কারোর যদি জীবনে ছন্দপতন ঘটে তাহলে কী কারোর ভালো লাগে! অন্যদিকে আবার, আজকালকার দিনে এমন অনেক অভিনেতা, অভিনেত্রীরা রয়েছে যাদের ছোট পর্দার সঙ্গে তাল মিলিয়ে বড় পর্দাতেও কাজ করেন চুটিয়ে। এই মুহূর্তের টলিপাড়ার বিশেষত ছোট পর্দার অত্যন্ত জনপ্রিয় মুখ বাসন্তী চ্যাটার্জীও (Basanti Chatterjee) তাঁদের মধ্যে একজন। যাকে কিনা কিছুদিন আগে পর্যন্ত স্বমহিমায় দেখা যাচ্ছিল স্টার জলসার (Star Jalsha) ‘গীতা এলএলবি’ ধারাবাহিকে। বর্তমানে এই অভিনেত্রীর জীবনের ছন্দে কিছুটা হলেও তাল কেটেছে।

বর্ষীয়ান এই অভিনেত্রীর অভিনয় যাত্রা শুরু হয় সুচিত্রা সেন-উত্তম কুমারের স্বর্ণযুগের সময় থেকে। শোনা যায় এই অভিনেত্রীর মহানায়কের সঙ্গে কাজ করার অভিজ্ঞতাও রয়েছে। বর্তমান সময়ে এই অভিনেত্রীকে মূলত ঠাকুরমার চরিত্রে অভিনয় করতে দেখতে পাওয়া যায়। নিজের দীর্ঘ ক্যারিয়ারে বহু ধারাবাহিকেই দেখা গেছে বাসন্তী দেবীকে। অভিনেত্রী কয়েকটি উল্লেখযোগ্য সিরিয়াল হল- ‘গোয়েন্দা গিন্নি’, ‘ভুতু’, ‘বাঘ বন্দী খেলা’, ‘গঙ্গারাম’ এবং আরও অনেক।

Basanti Chattopadhyay and bhaswar Chattopadhyay

এই মুহূর্তে বাসন্তী দেবী হয়ে পড়েছেন গুরুতর অসুস্থ। অভিনেত্রীর বয়স ষাটোর্দ্ধ হওয়ার জন্যই নানান ধরনের শারীরিক অসুস্থতা লেগেই থাকে। শোনা যায়, বেশ কয়েক মাস আগে অসুস্থতার কারণে অভিনেত্রীকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। কিছুদিনের মধ্যে সুস্থ হয়ে বাড়িতে ফিরেও এসেছিলেন তিনি। তারপর আবারো অসুস্থ হয়ে পড়ায় প্রযোজক স্নেহাশীষ চক্রবর্তী এবং অন্যান্য কলাকুশলীদের সহায়তায় সুস্থ হয়ে শুটিং ফ্লোরে ফিরে এসেছিলেন তিনি।

অভিনেত্রীর এই দুঃসময় প্রতিবারের মতো পাশে দাঁড়িয়েছে অভিনেতা ভাস্বর চ্যাটার্জী। বাসন্তী দেবীর অসুস্থতা নিয়ে অভিনেতা সমাজমাধ্যমে পোস্ট করেন, “আবার অসুস্থ, কাজ করতে পারছেন না। তার মধ্যে বাড়িতে পড়ে গিয়ে পাঁজরের হাড় ভেঙেছে। নিদারুণ কষ্টে দিন কাটছে তাঁর”। প্রসঙ্গত বলাই বাহুল্য, অভিনেত্রী বিবাহিতা হলেও দাম্পত্য জীবন সুখী হয়নি।

Basanti Chattopadhyay

আরও পড়ুনঃ মাত্র ১৮ বছর বয়সে পালিয়ে বিয়ে করেছিলেন! কেন বিবাহিত জীবনে আলাদা থাকেন জোজো? স্বামীর উদ্দেশ্যে খোলা চিঠি গায়িকার

এমনকি অভিনেতা সরকারের কাছে সাহায্য চাইতেও পিছু পা হননি। সরকারের উদ্দেশ্যে তিনি লিখেন, “প্রতি বারের মতো স্নেহাশিস চক্রবর্তীদা আপ্রাণ সাহায্য করছেন। এ ছাড়াও সবার কাছে আবেদন করছি যদি আপনারা আর্থিক সাহায্য কিছু পাঠান তা হলে ওঁর খুব সুবিধে হয়। আমি আমাদের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও অনুরোধ করতে চাই, যাতে তিনি কিছু সাহায্য করতে পারেন”। খোঁজ নিয়ে দেখা গেছে, বয়সকালেও আর্থিক অভাবের কারণে কাজ করে যেতে হচ্ছে বাসন্তী দেবীকে।