‘প্রথমদিকে যা ট্রোলিং হচ্ছিল, ভেবেছিলাম দর্শকেরা হয়তো আমাকে মেনেই নেবে না’, টিআরপিতে নিজের ভাগ্য বদলে দারুণ খুশি পর্দার পারুল

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘পরিণীতা (parineeta)’ বেঙ্গল টপার হয়েছে। এই প্রসঙ্গে নায়িকা ঈশানী চট্টোপাধ্যায় সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের অনুভূতি প্রকাশ করেছেন। এই ধারাবাহিকে মুখ্য চরিত্রে ছিলেন উদয় প্রতাপ সিং ও নবাগতা ঈশানী চট্টোপাধ্যায়। ধারাবাহিকের শুরুর দিকে তিনি মনে করেছিলেন যে, দর্শকেরা হয়তো তাঁকে মেনে নেবেন না। ঈশানী বলেন, “আমার অভিনয়ের জগতে প্রবেশটা অনেকটা স্বপ্নের মতো ছিল। কিন্তু প্রথমদিকে খুবই ভয় কাজ করছিল। ভাবতাম, যদি দর্শকদের প্রত্যাশা পূরণ করতে না পারি, তাহলে কী হবে?”

সদ্য ২ মাস আগে শুরু হয়েছিল জি বাংলার এই জনপ্রিয় ধারাবাহিক পরিণীতা। এর মধ্যেই অন্যান্য সব ধারাবাহিককে পেছনে ফেলে বেঙ্গল টপার এর খেতাব ছিনিয়ে নিয়েছে এই ধারাবাহিক। এই ধারাবাহিক টি শুরু হওয়ার প্রথম দিন থেকেই দ্বিতীয় স্থান দখল করে রেখেছিল টিআরপি তালিকায়। ধারাবাহিকের নায়িকা ‘পারুল’ ওরফে ঈশানী জানান, ‘আজকের সেটে প্রায় কেউই নেই, তাই সবাই মিলে একসঙ্গে মজা করতে পারছি না। তবে সবাই দারুন খুশি, মিষ্টি খাওয়া হবে নিশ্চয়ই। তবে শুধুই সাফল্যকে মনে রাখলেই হবে না, আমাদের আরও পরিশ্রম করতে হবে, যাতে দর্শকেরা একইভাবে ভালবেসে যান এই ধারাবাহিক।’

Parineeta, পরিণীতা, zee Bangla, zee bangla serial

ঈশানী আরও বলেন, ‘প্রথমদিকে যা ট্রোলিং হচ্ছিল, ভেবেছিলাম দর্শকেরা হয়তো আমায় মেনেই নেবেন না। কিন্তু ধীরে ধীরে ‘পারুল’কে দর্শকেরা ভালবাসতে শুরু করেন। আমি হয়তো খানিকটা হলেও ফুটিয়ে তুলতে পারছি এই চরিত্র এবং অবশ্যই বাকি সকলেই দারুণ কাজ করছেন। তাই পারুলকে অর্থাৎ আমাকে ভরসা করতে শুরু করেন দর্শকেরা। আশা করি পরবর্তী সময়েও পারুলকে বিশ্বাস করবেন তাঁরা। তাই খুশি তো হচ্ছি ঠিকই, কিন্তু এটা নিয়েই মেতে থাকলে আমার কাজের ক্ষতি হতে পারে। কাজটা সবার আগে ভাল করে করার চেষ্টা করছি। ভালবাসাটাও নেব আবার খারাপ করলে সমালোচনাও মাথা পেতে নেব। আপাতত আরও ভাল কাজ করতে চাই, যাতে দর্শকরা সব সময় এভাবেই ভালবাসতে পারেন।”

তবে সময়ের সঙ্গে সঙ্গে দর্শকদের ভালবাসা এবং সমর্থন পেয়ে তিনি আত্মবিশ্বাস ফিরে পান। তিনি জানান, চরিত্রটির জন্য তাঁকে অনেক পরিশ্রম করতে হয়েছে। চরিত্রটি এতটাই জটিল এবং আবেগপ্রবণ যে, সেটিকে জীবন্ত করে তোলার জন্য নিজেকে মানসিক ও শারীরিকভাবে প্রস্তুত করতে হয়েছে। ঈশানীর মতে, একজন শিল্পীর আসল পুরস্কার দর্শকের ভালোবাসা। তিনি বলেন, “যখন আমার অভিনয় দর্শকদের মনে দাগ কাটে, তখন মনে হয় পরিশ্রম সার্থক হয়েছে।”

আরও পড়ুনঃ বহু বছরের অপেক্ষা পেল পূর্ণতা! বৈদিক মতে চার হাত এক হলো রুবেল-শ্বেতার! জমাটি নাচে এন্ট্রি বরের

‘পরিণীতা’ ধারাবাহিকের মাধ্যমে ঈশানী শুধুমাত্র একজন সফল অভিনেত্রীই নন, বরং নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে উঠেছেন। তাঁর এই সাফল্যের পেছনে রয়েছে পরিবার, সহকর্মী এবং দর্শকদের নিরন্তর সমর্থন। শেষে ঈশানী দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “আপনারা আছেন বলেই আমরা আছি। আপনাদের ভালবাসাই আমাদের এগিয়ে নিয়ে যায়।”