নস্টালজিয়া উস্কে ফের স্টার জলসার পর্দায় ফিরছেন ‘সেদিন দুজনে’ খ্যাত ধারাবাহিকের নায়িকা

মনে আছে ‘সেদিন দুজনে’ ধারাবাহিকের মিষ্টি অভিনেত্রী শাওনকে? স্টার জলসার একসময়ের অতি জনপ্রিয় ধারাবাহিক ছিল সেদিন দুজনে। প্রায় ২০১০-১১ সালের কথা। সে সময়ের ধারাবাহিকে যে আলাদা রকমের নস্টালজিয়া ছিল তা এখনকার ধারাবাহিকে আর সেভাবে চোখে পড়ে না। সেই ধারাবাহিকের মুখ্য চরিত্র ‘শাওন’ এর ভূমিকায় অভিনয় করেছিলেন অভিনেত্রী অপর্ণা বন্দ্যোপাধ্যায়। তার বিপরীতে শুভর চরিত্রে ছিলেন অভিনেতা প্রিয়ম।

বাংলা ধারাবাহিকের দর্শকদের কাছে ‘সেদিন দুজনে’ ছিল একটি অতি জনপ্রিয় সিরিয়াল, যেখানে নায়িকা শাওন ওরফে অপর্ণার অভিনয় সকলের মন জয় করেছিল। বহু বছর ধরে পর্দা থেকে দূরে থাকার পর, অবশেষে তিনি আবার ফিরে আসছেন ছোটপর্দায় একটি নতুন ধারাবাহিকে। এই খবরে তাঁর ভক্তদের মধ্যে উত্তেজনার ঝড় উঠেছে। স্টার জলসার আসন্ন নতুন ধারাবাহিক ‘চিরসখা’-র প্রমোতে অপর্ণা কে দেখে চমকে ওঠেন দর্শকরা।

অপর্ণা নিজে জানিয়েছেন, এতদিন পর ফিরতে গিয়ে তিনি একই সঙ্গে উত্তেজিত এবং নার্ভাস। নতুন ধারাবাহিকের গল্পটি একেবারে ভিন্নধর্মী, যেখানে তাঁর চরিত্রটি এক মধ্যবয়সী নারীর আত্মসম্মান এবং জীবনের লড়াইয়ের গল্প বলবে। এই ধারাবাহিকটি শুধুমাত্র বিনোদন নয়, সমাজের বিভিন্ন স্তরের নারীদের সংগ্রামের প্রতিচ্ছবিও তুলে ধরবে।

অপর্ণা বলেন, ‘‘অনেকদিন পর আবার ক্যামেরার সামনে ফিরতে পারা আমার কাছে এক অন্যরকম অভিজ্ঞতা। এই চরিত্রটি আমাকে নতুনভাবে নিজেকে আবিষ্কার করার সুযোগ দিয়েছে। আশা করছি, দর্শকেরা আগের মতোই আমাকে ভালোবাসবেন।’’ অভিনেত্রীর এই প্রত্যাবর্তন নিয়ে ধারাবাহিকটির প্রযোজনা সংস্থা এবং সহ-অভিনেতারাও অত্যন্ত আশাবাদী।

আরও পড়ুনঃ শাস্তি পেল সঞ্জয়! ‘বাকি অপরাধীরা কি পা দোলাচ্ছে?’ ক্ষোভে ফেটে পড়লেন অভিনেত্রী দেবলীনা দত্ত

আগামী মাসেই সম্প্রচার শুরু হতে চলেছে, ‘চিরসখা’। শুটিং ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। এটি একটি নতুন জেনারেশন এবং পুরনো দর্শকদের একত্রে আনন্দ দেওয়ার জন্য তৈরি করা হয়েছে। অপর্ণার প্রত্যাবর্তন যে বাংলা টেলিভিশনের জগতে নতুন মাত্রা যোগ করবে, তা বলার অপেক্ষা রাখে না। তাঁর অভিনয়ের যাদু আবারও দর্শকদের মন জয়ে সক্ষম হবে বলে প্রত্যাশা।